ক্রিকেট

আবারও প্রশ্নবিদ্ধ বিসিবির ব্যয়বহুল ও কঠোর নিরাপত্তা ব্যবস্থা!

ঢাকা, ২০ নভেম্বর – আবার মিরপুরের নিরাপত্তা বেষ্টনী ভাঙলেন দর্শক। খেলা চলাকালীন মাঠে ঢুকে পৌঁছে গেলেন খেলোয়াড়ের কাছাকাছি। এবার শুধু নিরাপত্তাই নয়, জৈব সুরক্ষা বলয়ও ভাঙলেন রাসেল নামের সেই তরুণ।

দর্শকের এমন কাণ্ডে প্রশ্নবিদ্ধ বিসিবির নিরাপত্তা এবং জৈব সুরক্ষা বলয়। এবারই প্রথম এমন কিছু হলো না। এর আগে ২০১৬ সালে মিরপুরের গ্র্যান্ড স্ট্যান্ড থেকে এক দর্শক লাফিয়ে মাঠে নেমে পড়েন। গিয়ে মাশরাফিকে জড়িয়ে ধরেন। সিলেটে উদ্বোধনী টেস্টে দুবার দুই দর্শক মাঠের নিরাপত্তা বেষ্টনী ভাঙেন। চট্টগ্রামে সাকিবের জন্য এক দর্শক নিরাপত্তাকে বুড়ো আঙুল দেখান।

কেন বারবার এমন উদাসীনতা? কেন নিরাপত্তায় নিয়োজিত কর্মকর্তাদের দায়িত্বে অবহেলা? উত্তর খুঁজে প্রতিবেদক পেয়েছে, স্টেডিয়ামের নিরাপত্তায় যারা নিয়োজিত; তারা দায়িত্ব পালনের পরিবর্তে খেলা দেখায় ব্যস্ত থাকেন। এ ছাড়া এদিক-ওদিক ঘোরাফেরা করেন, আড্ডা দেন। আবার প্রয়োজনের তুলনায় নিরাপত্তা কর্মীও পর্যাপ্ত নয়। সব মিলিয়ে হ-য-ব-র-ল অবস্থা।

করোনাকালীন পরিস্থিতিতে খেলা হচ্ছে জৈব সুরক্ষা বলয়ে। এবার দীর্ঘদিন পর মাঠে দর্শক ফিরিয়েছে বিসিবি। স্টেডিয়ামের অর্ধেক জায়গা ছেড়ে দিয়ে বাকি অর্ধেক দর্শকদের জন্য নির্ধারিত। এজন্য গ্যালারির নিচতলা পুরোপুরি খালি।

আজ নর্দার্ন স্ট্যান্ড থেকে প্রথমে নিচে নামেন ওই তরুণ। পরবর্তীতে বিশাল বেষ্টনী টপকে মাঠে ঢুকেন। তাকে আটকাতে বেশ কয়েকজন গ্রাউন্ডসম্যান চেষ্টা করেছিলেন। কিন্তু তরুণের ক্ষিপ্রতার কাছে হার মানতে হয়। মাঠে ঢুকে সোজা মোস্তাফিজের কাছাকাছি চলে যান। এরপর নিরাপত্তায় নিয়োজিত কর্মকর্তা মাঠে ঢুকে তাকে বের করে আনেন।

সূত্র : রাইজিংবিডি
এম এস, ২০ নভেম্বর

Back to top button