ইউরোপ

যুক্তরাষ্ট্রে ২০ লাখ ব্যারেল ডিজেল পাঠিয়েছে রাশিয়া

মস্কো, ২০ নভেম্বর – বাংলাদেশসহ সারা বিশ্বে জ্বালানি তেলের খুচরা মূল্যবৃদ্ধিতে বিপর্যস্ত অবস্থার মধ্যে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। এই অবস্থা কাটাতে তাদের ডিজেল দিয়ে সহযোগিতা করছে রাশিয়া। ইতোমধ্যে ৪ টি ট্যাঙ্কার জাহাজে করে যুক্তরাষ্ট্রে ২০ লাখ ব্যারেল ডিজেল পাঠিয়েছে দেশটি।

শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আরটি। প্রতিবেদনে বলা হয়েছে, ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলে পৌঁছেছে ট্যাঙ্কারগুলো।

জ্বালানি সম্পদে সমৃদ্ধ রাশিয়ায় বিপুল পরিমাণ জ্বালানি গ্যাস রয়েছে। আর এই জ্বালানী গ্যাস থেকেই ডিজেল উৎপাদন করে থাকেন রাশিয়ার উৎপাদকরা।

খনিজ জ্বালানির আন্তর্জাতিক বাণিজ্য পর্যবেক্ষণকারী আন্তর্জাতিক সংস্থা ভোরটেক্সার হিউস্টন শাখার ব্যবস্থাপনা পরিচালক ক্লেই সেইগলে ব্লুমবার্গকে বলেন, ‘ইউরোপের অন্যান্য দেশের তুলনায় রাশিয়ার ডিজেল সরবরাহের ক্ষমতা বেশি। কারণ দেশটিতে বিপুর পরিমাণ প্রাকৃতিক গ্যাসের মজুত আছে।’

এদিকে, যুক্তরাষ্ট্রের খুচরা বাজারে দিন দিন বেড়েই চলেছে জ্বালানি তেলের দাম। বর্তমানে দেশটিতে যে দামে ডিজেল বিক্রি হচ্ছে- তা গত সাত বছরে সর্বোচ্চ।

সূত্র : বাংলাদেশ জার্নাল
এন এইচ, ২০ নভেম্বর

Back to top button