শিক্ষা

গুচ্ছের তিন প্রকৌশলের ফল প্রকাশ, ভর্তি শুরু ৫ ডিসেম্বর

ঢাকা, ১৯ নভেম্বর – তিন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ পদ্ধতির ভর্তি কার্যক্রম শুরু হচ্ছে ৫ ডিসেম্বর। শুক্রবার ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিশ্ববিদ্যালয়গুলো হলো- চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট), খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এবং রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)।

এতে বলা হয়, আগামী ০৫ ডিসেম্বর সকাল সাড়ে ৯টা থেকে স্ব-স্ব বিশ্ববিদ্যালয়ে ভর্তি কার্যক্রম শুরু হবে। এতে প্রথম পর্যায়ে “ক” গ্রুপে মেধাক্রম ১-৩০৮০ পর্যন্ত এবং “খ” গ্রুপে মেধাক্রম ১-১০০ পর্যন্ত ভর্তিচ্ছু প্রার্থীদের ভর্তির জন্য নিরীক্ষা কমিটির নিকট উপস্থিত হওয়ার জন্য বলা হয়েছে।

মেধাস্থান প্রাপ্ত সকল প্রার্থীকে https://admissionckruet.ac.bd/ লিংকে প্রবেশ করে “Online Admission Form” এ চাহিত প্রয়োজনীয় তথ্য পূরণ করতে হবে। এবং বিশ্ববিদ্যালয় ও বিভাগের পছন্দক্রম প্রদান করতে হবে। “Online Admission Form” এ প্রদানকৃত তথ্য ও পছন্দক্রম ৪ ডিসেম্বর সকাল ৯টার পূর্বপর্যন্ত প্রার্থী প্রয়োজনে পরিবর্তন করতে পারবে। এবং উক্ত সময় পর ভর্তির জন্য নির্বাচিত প্রার্থীদের Online Admission Form লক হয়ে যাবে। এরপর আর কোন তথ্য বা পছন্দক্রম পরিবর্তন করা যাবে না।

পূরণকৃত ফরমের (প্রিন্টেড) ০১ কপি ভর্তির সময়ে নিয়ে আসতে হবে। ভর্তি কার্যক্রম চুয়েট, কুয়েট এবং রুয়েট কেন্দ্রসমূহে একযোগে অনুষ্ঠিত হবে।

প্রার্থী যে কেন্দ্র থেকে ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছে উক্ত কেন্দ্রেই উপস্থিত হয়ে ভর্তির জন্য প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করবে।

১ম পর্যায়ে উল্লিখিত মেধাক্রম, তারিখ ও সময়সূচী অনুযায়ী ভর্তিচ্ছু প্রার্থীদের ভর্তির জন্য নিরীক্ষা কমিটির নিকট উপস্থিত হওয়ার জন্য বলা হয়েছে। নিরীক্ষা কমিটি দ্বারা প্রার্থীদের সনদপত্র যাচাইপূর্বক জমাদানের পর স্বাস্থ্য পরীক্ষা করা হবে।

পরের দিন সকালে ঘোষণাকৃত প্রার্থীদের প্রাপ্ত বিশ্ববিদ্যালয় ও বিভাগ দেখে কেবলমাত্র ভর্তি কমিটির অনুমোদনকৃত স্বাস্থ্য পরীক্ষায় যোগ্য প্রার্থীদেরকে ভর্তির জন্য নির্ধারিত ১৮ হাজার ৫০০ টাকা ফি সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের নির্দেশিত ব্যাংকে অথবা অনলাইনে বিকাল ৩টার মধ্যে জমা দিতে হবে।

ভর্তির জন্য সবমিলিয়ে চুয়েটে ৯০১টি আসন, কুয়েটে ১০৬৫টি আসন এবং রুয়েটে ১২৩৫টি সর্বমোট ৩২০১টি আসন রয়েছে।

ভর্তি সংক্রান্ত যাবতীয় বিষয়াদি তিন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সমন্বিত ওয়েবসাইট থেকে জানা যাবে।

সূত্র: বাংলাদেশ জার্নাল
এম ইউ/১৯ নভেম্বর ২০২১

Back to top button