আদাবরে নিখোঁজ তিন বোন উদ্ধার যশোরে
ঢাকা, ১৯ নভেম্বর – রাজধানীর আদাবরে একটি বাসা থেকে নিখোঁজ তিন বোনকে শনাক্ত করেছে র্যাব। বর্তমানে তারা যশোরে অবস্থান করছেন।
শুক্রবার সন্ধায় বিষয়টি নিশ্চিত করেছেন র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান।
আদাবর থানার ওসি কাজী শাহীদুজ্জামান জানান, বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে তিন বোন কাউকে না জানিয়ে বাসা থেকে বের হয়ে যান। আর ফিরে আসেনি। পরে তাদের খালা একটি সাধারণ ডায়েরি করেন।
নিখোঁজরা হলেন- বড় বোন একাদশ শ্রেণির শিক্ষার্থী রোকেয়া (১৮), মেজো বোন জয়নব আরা (১৭) ও ছোট বোন খাদিজা আরা (১৬)। তিন বোনের মধ্যে একজন উচ্চ মাধ্যমিকে পড়ে। অন্য দুইজন এসএসসি পরীক্ষার্থী বলে জানান ওসি।
পারিবারিক সূত্রে জানা যায়,তিন শিক্ষার্থীর মা তিন বছর আগে মারা গেছে, পরে তাদের বাবা অন্য জায়গায় বিয়ে করেছে। রোকেয়া (১৮), জয়নব আরা (১৭), খাদিজা আরা (১৬) খিলগাঁওয়ে তাদের খালার বাসায় থাকতো। ধানমন্ডি গার্লস হাই স্কুলে জয়নব আরা এবং খাদিজা আরার পরীক্ষার সেন্টার ছিল। পরীক্ষা দেয়ার জন্য আদাবরে তাদের খালার বাসায় আসে। একটি পরীক্ষা হয়েছে আরও দুটি পরীক্ষা বাকি রয়েছে। এর মধ্যেই তারা হঠাৎ তিনজন বাসা থেকে কাউকে কিছু না বলে বেরিয়ে যায়।
এছাড়াও তিন শিক্ষার্থী টিকটকে আসক্ত ছিল। টিকটক-এর মাধ্যমে কারও প্ররোচনায় প্ররোচিত হয়ে তারা বাসা থেকে বের হয়ে যেতে পারে বলে ধারণা পরিবারের।
সূত্র: বাংলাদেশ জার্নাল
এম ইউ/১৯ নভেম্বর ২০২১