অন্যান্য
স্বর্ণ না জিতলেও ইতিহাস রুবেল-দিয়ার
ঢাকা, ১৯ নভেম্বর – এশিয়ান আর্চারিতে দুই দিন আগে দুটি ব্রোঞ্জ জিতে পদকের খরা কাটায় বাংলাদেশ। শুক্রবার (১৯ নভেম্বর) ছিল স্বর্ণপদক পাওয়ার সুযোগ, সেটা না পেলেও রৌপ্য জিতে ঠিকই ইতিহাস গড়েছে তারা।
ঢাকার আর্মি স্টেডিয়ামে প্রতিযোগিতার শেষ দিন দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হয় বাংলাদেশ। রিকার্ভ মিশ্র দলগত ইভেন্টে লাল-সবুজের প্রতিনিধি ছিলেন হাকিম আহমেদ রুবেল ও দিয়া সিদ্দিকী। কোরিয়ার কাছে ১-৫ পয়েন্টে হেরে গেছেন এই জুটি।
ফলে স্বর্ণ জেতা হয়নি সেমিফাইনালে ভারতকে হারানো দিয়া-হাকিম জুটির। তাতে এশিয়ান আর্চারিতে রৌপ্য জয়ই সেরা সাফল্য হয়ে থাকল বাংলাদেশের।
এর আগে বুধবার ২২তম এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপসে জোড়া পদক পায় বাংলাদেশ। ছেলে ও মেয়েদের রিকার্ভ দলগত ইভেন্টে অর্জন করে ব্রোঞ্জ পদক।
সূত্র : রাইজিংবিডি
এন এইচ, ১৯ নভেম্বর