আবারো টিভির পর্দায় রাশেদ সীমান্ত
ঢাকা, ১৯ নভেম্বর – অল্প সময়েই অভিনয়গুণে দর্শকের ভালোবাসা অর্জন করেছেন রাশেদ সীমান্ত। বিশেষ কোনো আয়োজন কিংবা উৎসবে তার অভিনীত নাটক প্রচার হয়। তবে উৎসবের বাইরে এবারই প্রথম প্রচার হচ্ছে এই অভিনেতার নাটক। এটির নাম ‘মধ্য রাতের সেবা’।
নাটকটি এর আগে প্রচার হওয়ার পর ভাইরাল হয়। দর্শকের অনুরোধে নাটকটি আবারো প্রচার হচ্ছে বৈশাখী টিভিতে। ১৯ নভেম্বর রাত ৮টায় নাটকটি প্রচার হবে।
এতে অভিনয় প্রসঙ্গে রাশেদ সীমান্ত বলেন, দর্শকদের অফুরন্ত ভালোবাসা আমার পরম পাওয়া। তাদের ভালোবাসা নিয়েই সামনের দিকে এগিয়ে যেতে চাই। এ নাটকটি যখন প্রথম প্রচার হয়, ঠিক তখন থেকে দর্শকের ভালোবাসা পেয়ে যাচ্ছি। কারণ নাটকটি অনলাইনেও নিয়মিত দেখছেন দর্শক।
এদিকে আগামী বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে নতুন নাটকে অভিনয় করার প্রস্তুতি নিচ্ছেন রাশেদ সীমান্ত। অভিনয় ছাড়া তিনি বৈশাখী টিভির মার্কেটিং বিভাগে চাকরি করছেন।
এন এইচ, ১৯ নভেম্বর