নাটক

সারিকা-শিবলী নওমানের ‘রেডি ফ্ল্যাট’

ঢাকা, ১৯ নভেম্বর – নতুন একটি টেলিফিল্মে জুটিবদ্ধ হলেন সারিকা সাবরীন ও শিবলী নওমান। টেলিফিল্মটির নাম ‘রেডি ফ্ল্যাট’। রণক ইকরামের রচনা ও মাহমুদ নিয়াজ চন্দ্রদ্বীপের পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন- আনন্দ খালেদ, হাফিজুর রহমান সুরুজ, শেলী আহসান, অদিতি, এস এম আশরাফুল আলম, হোসাইন আরমান ও জিয়ান।

টেলিফিল্মটির গল্প গড়ে ওঠেছে নবনী আর মুশফিককে নিয়ে। নির্মম বাস্তবতায় থমকে যায় এদের সুন্দর একটা সম্পর্ক। দীর্ঘদিন যোগাযোগহীনতার পর হাউজিং কোম্পানির সেলস এক্সিকিউটিভ মুশফিকের সঙ্গে দেখা হয় নবনীর। ততদিনে নবনীর সঙ্গে শিপনের বিয়ে প্রায় ঠিক। এতে নবনীর চরিত্রে সারিকা, মুশফিক চরিত্রে শিবলী নওমান এবং শিপনের চরিত্রে অভিনয় করেছেন আনন্দ খালেদ।

টেলিফিল্ম প্রসঙ্গে পরিচালক মাহমুদ নিয়াজ চন্দ্রদ্বীপ বলেন, ‘রোমান্টিক গল্প হলেও গল্পটিতে একটু অন্যরকম ছোঁয়া আছে। দর্শক গল্পে এই সময়টা কে খুঁজে পাবেন।’ ইমপ্রেস টেলিফিল্মের প্রযোজনায় এটি ১৯ নভেম্বর দুপুর ৩টা ০৫ মিনিটে চ্যানেল আইয়ে প্রচার হবে।

এন এইচ, ১৯ নভেম্বর

Back to top button