জাতীয়

ডেঙ্গু আক্রান্ত নতুন ১২৯ জন হাসপাতালে ভর্তি

ঢাকা, ১৮ নভেম্বর – ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১২৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

বৃহস্পতিবার (১৮ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ৫৫৫ জন রোগী ভর্তি রয়েছেন।

এ ছাড়া চলতি বছরে এখন পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ২৬ হাজার ১২৯ জন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৫ হাজার ৪৭৬ জন। মারা গেছেন ৯৮ জন।

সূত্র: আরটিভি
এম ইউ/১৮ নভেম্বর ২০২১

Back to top button