দক্ষিণ এশিয়া
আফগানিস্তানে ইসলামী ক্যারিকুলামে শিক্ষা ব্যবস্থা চালুর ঘোষণা
কাবুল, ১৮ নভেম্বর – অবশেষে আফগানিস্তানে ইসলামী ক্যারিকুলামে শিক্ষা ব্যবস্থা চালুর ঘোষণা দিয়েছে তালেবান সরকার।
বৃহস্পতিবার (১৮ নভেম্বর) তালেবানের অন্তর্বর্তী সরকারের শিক্ষামন্ত্রী নুরুল্লাহ্ মুনির এ ঘোষণা দেন।
তিনি বলেন, আফগানিস্তানের প্রচলিত শিক্ষা ব্যবস্থা বদলে ইসলামী ক্যারিকুলাম চালু হবে। ইসলামী আমিরাত মেয়েদের শিক্ষার বিরোধী নয়। শিক্ষার সুযোগ মেয়েদের ইসলামী ও আইনগত অধিকার।
তবে নতুন ইসলামী ক্যারিকুলাম কেমন হবে সে বিষয়ে বিস্তারিত কিছু বলেননি মুনির।
তিনি বলেন, ইসলাম এবং আফগান ঐতিহ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণভাবে মেয়েদের নিরাপদ পরিবেশ দেওয়ার জন্য ইসলামিক স্কলাররা কাজ করে যাচ্ছেন।
সূত্র: আরটিভি
এম ইউ/১৮ নভেম্বর ২০২১