কক্সবাজারে কাভার্ডভ্যান থেকে ফেন্সিডিল উদ্ধার, আটক ২
কক্সবাজার, ১৮ নভেম্বর – কক্সবাজার থেকে ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব। বুধবার রাত ১২টার দিকে কক্সবাজারের লিংক রোড এলাকায় একটি কাভার্ডভ্যানে তল্লাশি চালিয়ে ১৮২ বোতল ফেন্সিডিল জব্দ করা হয়।
আটককৃতরা হলো, নারায়নগঞ্জের সোনারগাঁও থানার সাদিপুর ইউনিয়নের নানাকী অলিপুর বাজার এলাকার মো. কামরুজ্জামানের ছেলে মো. শহিদ (২৭) ও সানাউল্লাহর ছেলে মো. ইসমাইল (৩৪)।
র্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক মো. আবু সালাম চৌধুরী জানান, গোপন সংবাদের ভিত্তিতে লিংক রোড এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হয়। পরে ওই কাভার্ডভ্যানে ফেন্সিডিল পাওয়া গেলে চালক ও তার সহযোগীকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।
আটক দুইজনকে কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান র্যাবের এই কর্মকর্তা।
সূত্র: বাংলাদেশ জার্নাল
এম ইউ/১৮ নভেম্বর ২০২১