করোনায় টি-১০ লিগ থেকে সরে দাঁড়ালেন আমির
ইসলামাবাদ, ১৮ নভেম্বর – শুক্রবার শুরু হচ্ছে টি-১০ লিগের নতুন আসর, যেখানে খেলার কথা ছিল মোহাম্মদ আমিরের। কিন্তু টুর্নামেন্ট শুরুর আগের দিন ভক্তদের দিলেন দুঃসংবাদ। করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন তিনি এবং সরে দাঁড়িয়েছেন পঞ্চম আসর থেকে।
বৃহস্পতিবার (১৮ নভেম্বর) টুইটারে আমির লিখেছেন, ‘সবাইকে একটি কথা বলতে চাই, আমি এই বছর টি-১০ লিগে খেলছি না কারণ কোভিডে আক্রান্ত হয়েছি। কিন্তু এখন ভালো আছি আমি, আলহামদুলিল্লাহ। দ্রুত সেরে ওঠার জন্য দোয়া চাই।’
বাংলা টাইগার্সের হয়ে খেলার কথা ছিল আমিরের। পাকিস্তানি সংবাদমাধ্যম বলছে, গত ৮ নভেম্বর করোনায় আক্রান্ত হন তিনি। তারপর থেকে একা নিজেকের ঘরবন্দি করে রেখেছেন।
সুস্থ হলে কিছুদিনের মধ্যে লঙ্কা প্রিমিয়ার লিগের প্রস্তুতি শুরু করবেন আমির। তিনি আরো বলেছেন, ‘আজকাল লাহোরের আবহাওয়া সুবিধার মনে হচ্ছে। তাই আমি আমার স্বাস্থ্য নিয়ে কোনো ঝুঁকি নিতে চাই না। আলহামদুলিল্লাহ, পরিবারের বাকি সদস্যরা একদম সুস্থ আছে।’
সূত্র : রাইজিংবিডি
এন এইচ, ১৮ নভেম্বর