ব্যর্থ সফর শেষে দেশে ফিরেছে বাংলাদেশ ফুটবল দল
ঢাকা, ১৮ নভেম্বর – সাফ চ্যাম্পিয়নশিপের পর শ্রীলংকার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে চার জাতি টুর্নামেন্টেও ব্যর্থ হয়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। আরেকটি ব্যর্থ সফর শেষ করে জামাল ভূঁইয়ারা দেশে ফিরেছে বৃহস্পতিবার সকালে।
চার জাতির এই টুর্নামেন্টে বাংলাদেশ এক ম্যাচ জিতে এবং একটিতে হেরে ও একটি ড্র করে ফাইনালে উঠতে ব্যর্থ হয়েছে। প্রতিপক্ষ তিন দেশের মধ্যে দুটি র্যাংকিংয়ে নিচে থাকলেও বাংলাদেশ তাদের একটি দলকেও হারাতে পারেনি।
বরং সবচেয়ে দুর্বল শ্রীলংকার ১০ জনের দলের কাছেও হেরে যায় লাল-সবুজ জার্সিধারীরা।
প্রথম ম্যাচে এগিয়ে থেকেও ১-১ গোলে ড্র করেছিল আফ্রিকার দেশ সিসেলসের বিপক্ষে। দ্বিতীয় ম্যাচে মালদ্বীপকে ২-১ গোলে হারিয়ে আশা জাগিয়ে তুললেও শেষ ম্যাচে শ্রীলংকার কাছে হেরে যায় ২-১ গোলে।
বাংলাদেশ ও শ্রীলংকার সমান ৪ পয়েন্ট করে হওয়ায় হেড টু হেড ফলের ভিত্তিতে ফাইনালে উঠে যায় স্বাগতিকরা। এর আগে বাংলাদেশ পাঁচ দেশের সাফ চ্যাম্পিয়নশিপে চতুর্থ হয়ে দেশে ফিরেছিল মালদ্বীপ থেকে।
সূত্রঃ জাগো নিউজ
আর আই