এই বাংলাদেশকে কঠিন প্রতিপক্ষ বলছেন বাবর
ঢাকা, ১৮ নভেম্বর – পাকিস্তান ক্রিকেট যতটা ছন্দে আছে বাংলাদেশ পুরোপুরি উল্টো। বিশ্বকাপে পাকিস্তানের দাপটে এলোমেলো হয়েছে প্রতিপক্ষ। আর বাংলাদেশ নাস্তানাবুদ হয়েছে প্রতিটি ম্যাচে। দুই দল দুই সমীকরণে দাঁড়িয়ে শুক্রবার ঢাকায় প্রথম টি-টোয়েন্টিতে মাঠে নামছে। ছন্দে থাকা পাকিস্তান ধরে রাখতে চায় বিশ্বকাপের পারফরম্যান্স। অন্যদিকে বাংলাদেশ নতুন করে সাজিয়েছে দল। ইনজুরির কারণে তামিম, সাকিব নেই। মুশফিককেও বাদ দিয়েছে। দলে ডাকা হয়েছে তরুণ একাধিক ক্রিকেটারকে। নতুনদের নিয়ে বাংলাদেশ শুরু করতে চায় নতুন করে। নতুন এই বাংলাদেশকে নিয়েও সজাগ পাকিস্তান।
ঘরের মাঠে বাংলাদেশ বিশ্বকাপের আগে নিউ জিল্যান্ড ও অস্ট্রেলিয়াকে হারিয়েছে সেই কথা মনে করিয়ে দিলেন পাকিস্তানের অধিনায়ক। বৃহস্পতিবার ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে বাবর আজম বলেছেন, ‘বাংলাদেশ ঘরের মাঠে সহজ প্রতিপক্ষ নয়। তারা নিউ জিল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিপক্ষে নিকট অতীতে দারুণ পারফরম্যান্স করেছে। তারা কতটা সামর্থ্যবান, সেটা করে দেখিয়েছে।’
পাকিস্তানও নিজেদের বেঞ্চ পরীক্ষার সুযোগ পেয়েছে। বিশ্বকাপে নিয়মিত খেলা মোহাম্মদ হাফিজ এই সফরে আসেনি। প্রথম টি-টোয়েন্টি দলে রাখা হয়নি হার্ড হিটার আসিফ আলী ও স্পিনার ইমাদ ওয়াসিমকে। নতুন করে দলে ঢুকেছেন হায়দার আলী, খুশদিল শাহ, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র। ছন্দ ধরে রাখার পাশাপাশি তরুণদের পরখ করে দেখার চ্যালেঞ্জ নিয়েছেন বাবর, ‘ক্রিকেটে ছন্দ অনেক বড় বিষয়। আমরা বিশ্বকাপের ছন্দ ধরে রাখতে চাই। এই সিরিজে আমরা বেঞ্চ পরীক্ষার সুযোগ পেয়েছি। প্রথম টি-টোয়েন্টিতে আমরা নিয়মিত চার ক্রিকেটারকে বিশ্রামে রেখেছি। ১২ জনের দলে তরুণ ক্রিকেটার আছে যারা প্রথমবার খেলবে।’
সূত্র : রাইজিংবিডি
এন এইচ, ১৮ নভেম্বর