সিলেট, ১৮ নভেম্বর – সিলেটের স্বাস্থ্য,পর্যটন,খেলাধুলা এবং সাহিত্য সংস্কৃতির প্রসারে সবাইকে এগিয়ে আসার আহবান জানানোর মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে বিশ্ব সিলেট সম্মেলন এর দ্বিতীয় সপ্তাহের আয়োজন। প্রথম সপ্তাহের ব্যপক সাফল্যের পর গত ১৩ ও ১৪ নভেম্বর, শনি ও রবিবার দু’দিনে বিষয় ভিত্তিক আলোচনায় অংশ নিয়েছেন বাংলাদেশ সরকারের পরিকল্পনা মন্ত্রী, পর্যটন প্রতিমন্ত্রী থেকে শুরু করে দেশ বিদেশের প্রখ্যাত চিকিৎসক, ব্যবসা ও উন্নয়ন বিশেষজ্ঞ এবং সাহিত্য ও সংস্কৃতি অঙ্গনের বিশিষ্টজনেরা।
এদিকে, ৬ষ্ঠ বিশ্ব সম্মেলনটি ভার্চ্যুয়াল হলেও সিলেটীদের আবেগ, উচ্ছ্বাসে কমতি নেই। বরং অনুষ্ঠান শুরুর সাথে সাথেই সম্প্রচার সহযোগী ‘দেশে বিদেশে’ টিভির ফেইসবুক এবং ইউটিউব এ পৃথিবীর নানা প্রান্তের সিলেটীরা যুক্ত হন। মুহুর্মুহু মন্তব্যে উঠে আসে শেকড় ছেড়া আর্তনাদ,জন্মমাটির জন্য কিছু করার তাগিদ আর নানামুখী জিজ্ঞাসা। ফলে খানিকের জন্য অন্তর্জাল হয়ে উঠে এক খন্ড মায়াবী সিলেট।
১৩ নভেম্বর দিনের প্রথম ‘সিলেটের স্বাস্থ্য সেবাঃ উন্নয়নে করনীয় ভূমিকা’ শীর্ষক আলোচনা অনুষ্ঠিত হয়। এতে সম্মানিত অতিথি ছিলেন বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন এর মহাসচিব ডাঃ এহতেশামুল হক চৌধুরী দুলাল। আমন্ত্রিত আলোচক ছিলেন বেসরকারি হাসপাতাল সমিতি সিলেট এর সভাপতি ডাঃ নাসিম আহমেদ, যুক্তরাষ্ট্র থেকে সহকারী অধ্যাপক ডাঃ মালেকা আহমেদ, যুক্তরাজ্য থেকে ডাঃ ফাহিম আহমেদ, সিলেটের সমাজকর্মী ডাঃ শাহজামান চৌধুরী বাহার এবং প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ ডাঃ খালেদ মহসিন।
সঞ্চালনায় ছিলেন বিশ্ব সিলেট সম্মেলন এর মহাসচিব অধ্যাপক ডাঃ জিয়াউদ্দিন আহমেদ।আলোচকগন সিলেটের চিকিৎসা সেবার নানামুখী সমস্যার কথা তুলে ধরে প্রত্যন্ত অঞ্চলে স্বাস্থ্যসেবা উন্নয়নের জন্য সবাইকে এগিয়ে আসার আহবান জানান।
এরপর অনুষ্ঠিত হয় ‘সিলেটের পর্যটন শিল্পের বিকাশে করনীয়’ শীর্ষক আলোচনা। এতে সম্মানিত অতিথি ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বেসামরিক বিমান চলাচল ও পর্যটন প্রতিমন্ত্রী মুহম্মদ মাহবুব আলী এম,পি। আলোচক হিসেবে অংশ নেন তত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা আব্দুল মুয়ীদ চৈধুরী, যুক্তরাজ্যের এমবিই পলি ইসলাম এবং প্রথম আলো,সিলেট এর ফটো সাংবাদিক আনিস মাহমুদ।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন যুক্তরাষ্ট্র থেকে লেখক ও সংগঠক ইশতিয়াক আহমদ রুপু।
আলোচনা শেষে অনুষ্ঠিত হয় সিলিটের সম্মিলিত সাংস্কৃতিক প্রযোজনা। এতে সিলেটের গুণী শিল্পীরা একক ও দলীয় পরিবেশনায় অংশ নেন।
এ সপ্তাহের দ্বিতীয় দিন ১৪ নভেম্বর,রবিবার অনুষ্ঠিত হয় ‘সিলেটের শিল্প-বাণিজ্যের উন্নয়ন’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান। এতে প্রধান অতিথি ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর পরিকল্পনামন্ত্রী আব্দুল মান্নান এমপি।
আলোচনায় অংশ নেন উন্নয়ন ও বাণিজ্য বিশেষজ্ঞ ড. আহমেদ আল কবির, সিলেট চেম্বার এর সভাপতি আবু তাহের মোহাম্মদ শোয়েব, ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অফ কমার্স এর সভাপতি বশির আহমেদ এবং ডেপুটি সেক্রেটারি জুলিয়া জেসমিন মিলি। এ পর্ব সঞ্চালনা করেন প্রথম আলো যুক্তরাষ্ট্রের আবাসিক সম্পাদক ইব্রাহিম চৌধুরী খোকন।
এরপর অনুষ্ঠিত হয় ‘সিলেটের সাহিত্য,সংস্কৃতির প্রসারঃ প্রতিবন্ধকতা ও প্রস্তাবনা’ শীর্ষক আরেকটি আলোচনা। এতে সম্মানিত অতিথি ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্ববিদ্যালয়,আসাম এর উপাচার্য অধ্যাপক অমলেন্দু চক্রবর্তী। আলোচক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় এর অধ্যাপক ডঃ ভীস্মদেব চৌধুরী । সঞ্চালনা করেন কথাসাহিত্যিক ও নাট্য সংগঠক রুমা মোদক।
দিনের শেষ আলোচনা অনুষ্ঠিত হয় ‘সিলেটের খেলাধুলা ও তার ভবিষ্যৎ’ শিরোনামে। এতে সম্মানিত অতিথি ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড এর পরিচালক শফিউল আলম চৌধুরী নাদেল।
আলোচনায় অংশ নেন সিলেট জেলা ফুটবল এসোসিয়েশন এর সভাপতি মাহি উদ্দিন সেলিম এবং ক্যানারী ওয়ারফ যুক্তরাজ্যের কমিউনিটি অ্যাফেয়ার্স ডিরেক্টর ডঃ জাকির খান। অনুষ্ঠান সঞ্চালনা করেন সিলেট জেলা ক্রীড়া সংস্থার সদস্য ইমরান আহমেদ।
সবশেষে অনুষ্ঠিত হয় ইউকে ও ইউরোপ এর সম্মিলিত সাংস্কৃতিক প্রযোজনা যেটি সমন্বয় করেন যুক্তরাজ্যে থেকে সংগীত শিল্পী এবং সংগঠক গৌরী চৌধুরী। এতে অন্যান্যদের মধ্যে সংঙ্গীত পরিবেশন করেন যুক্তরাজ্যের নতুন প্রজন্মের শিল্পী শুভাঙ্গী দাম ও তানিশা চৌধুরী। তাছাড়া কবিতা আবৃত্তি করেন বিশিষ্ট কবি শামীম আজাদ। এ পর্ব সঞ্চালনা করেন যুক্তরাজ্যের টিভি উপস্থাপক ও বাচিক শিল্পী মুনিরা পারভীন। পুরো অনুষ্ঠাটি উত্তর আমেরিকার জনপ্রিয় টিভি চ্যানেল ‘দেশে বিদেশে’তে সরাসরি প্রচারিত হয়।
বিশ্ব সিলেট ২০২১ সম্মেলনের কনভেনর ডঃ আহমেদ মুশতাকুর রাজা চৌধুরী, মহাসচিব : ডাঃ জিয়াউদ্দিন আহমেদ, বিশ্ব সিলেট সম্মেলন কমিটির সভাপতি সি , এম , তোফায়েল সামি , মহাসচিব কর্নেল (অব) আব্দুস সালাম বীর প্রতীক এবং সহ সভাপতি ও উপদেষ্টা : রাশেদা কে চৌধুরী পুরো অনুষ্ঠান সমন্বয় করেন।