ক্রিকেট

মিরপুরে ব্ল্যাকারদের দৌরাত্ম্য, ১০০ টাকার টিকিটের দাম ৫০০

ঢাকা, ১৮ নভেম্বর – বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজের টিকিট এবার অনলাইনে বিক্রি হচ্ছে না। মিলছে নির্দিষ্ট বুথে। প্রায় দুই বছর পর মাঠে বসে ক্রিকেট খেলা দেখার তীব্র আকাঙ্ক্ষা নিয়ে টিকিট কিনতে যেয়ে বেশ ঝক্কি ঝামেলা পোহাতে হচ্ছে ভক্ত-সমর্থকদের।

বৃহস্পতিবার সকাল ৯টা থেকে হোসেন শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে টিকিট বিক্রি শুরু হয়। তবে এর আগে থেকেই লাইনে দাঁড়িয়ে যান টিকিট প্রত্যাশীরা।

একটির বেশি টিকিট কেউ নিতে পারছেন না। টিকিট বুথ মাত্র একটি হওয়ায় অনেকের ক্ষোভ। টিকিট কিনতে এসে ভোগান্তিতে পড়েছেন সম্রাট, তিনি বলেন, ‘আমরা অনেক আগে থেকেই লাইনে দাঁড়িয়ে আছি। আরো একটি-দুটি বুথ বেশি হলে ভালো হতো। অনেক দিন ধরে বাংলাদেশের খেলা দেখতে পারি না। তাই সুযোগ পেয়েই টিকিটের জন্য চলে এসেছি।’

অনেকে আগে থেকে লাইনে দাঁড়িয়ে টিকিট সংগ্রহ করে ব্ল্যাকেও বিক্রি করছেন। একজন ব্ল্যাকার ১০০-১৫০ টাকার টিকিট ৫০০ টাকায়, ৩০০ টাকার টিকিট ৮০০ টাকায় বিক্রি করছেন।

ক্রেতা সেজে কথা হলো ব্ল্যাকে টিকিট বিক্রি করা আশিকুর রহমানের সঙ্গে, তিনি বলেন, ‘ভাই কয়টা টিকিট লাগবে। আমরা তো ভেবেছি বুথে ১০টা টিকিট দেবে। কিন্তু দিয়েছে একটি করে। কয়েকবার লাইনে দাঁড়িয়ে টিকিট কিনেছি। কাল শুক্রবার অনেকেই খেলা দেখবে, টিকিট চাচ্ছে। ১০০-১৫০ টাকার টিকিট ৫০০ করে। বাকিগুলোর দাম আরও বেশি।’

সূত্র : রাইজিংবিডি
এন এইচ, ১৮ নভেম্বর

Back to top button