ইউরোপ

রাশিয়ায় একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড

মস্কো, ১৮ নভেম্বর – মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাশিয়ায় একদিনে সর্বোচ্চ মৃত্যু হয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী বুধবার (১৭ নভেম্বর) সেখানে ১ হাজার ২৪৭ জনের মৃত্যু হয়েছে। যা দেশটিতে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পর একদিনে সর্বোচ্চ মৃত্যু। এতে মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২ লাখ ৫৯ হাজার ৮৪ জন।

এ ছাড়া গেল ২৪ ঘণ্টায় রাশিয়ায় করোনা আক্রান্ত হয়েছে ৩৬ হাজার ৬২৬ জন। তাতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৯১ লাখ ৮০ হাজার। বর্তমানে দেশটিতে ১০ লাখ ৪ হাজার মানুষ করোনা আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন। গেল ২৪ ঘণ্টায় করোনা থেকে সেরে উঠেছেন ৩৬ হাজার ৩৮৮ জন। এ নিয়ে সেখানে মোট সুস্থ হলো ৭৮ লাখ ৮০ হাজার জন।

২০১৯ সালের ডিসেম্বরে করোনাভাইরাস শনাক্ত হওয়ার পর থেকে বিশ্বের ১৯২টি দেশে এটি ছড়িয়ে পড়েছে। করোনা আক্রান্ত হয়ে এ পর্যন্ত বিশ্বব্যাপী ৫১ লাখ ৩৭ হাজার ৭৯৭ জনের মৃত্যু হয়েছে। সেরে উঠেছে ২৩ কোটি ১০ লাখ ৫৮ হাজার ২৬৯ জন।

এদিকে রাশিয়ার স্বাস্থ্যমন্ত্রী মিখাইল মুরাশকো জানিয়েছেন, দেশটিতে আরও দুটি করোনাভাইরাসের টিকা প্রি-ক্লিনিক্যাল ট্রায়ালে আছে। এ ছাড়া দেশটিতে নিজেদের উৎপাদিত চারটি টিকার প্রয়োগ হচ্ছে। সেগুলো হলো- স্পুটনিক ভি, এক ডোজের স্পুটনিক লাইট, ইপিভ্যাক-করোনা ও কোভিভ্যাক।

সূত্র : রাইজিংবিডি
এন এইচ, ১৮ নভেম্বর

Back to top button