ফ্যাশন

প্রতিদিনের পোশাকে তাঁতবস্ত্র

ভারতীয় পোশাক শিল্পের একটি বড় অংশ জুড়ে রয়েছে তাঁতশিল্প। সরকারি উদ্যোগে এবং ডিজাইনারদের ভূমিকায় এর অবস্থান চলে গেছে আরও এক ধাপ উপরে। গত ৭ই আগস্ট ভারতে পালিত হল জাতীয় তাঁতবস্ত্র দিবস। সেদিন ‘আই ওয়্যার হ্যান্ডলুম’ শিরোনামে অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি আপলোড করেছেন। অনেকে একসাথে ছবি তুলে ট্যাগ করেছেন তাদের বন্ধু-বান্ধবদেরকেও। এই উদ্যোগের মাধ্যমে তাঁতশিল্প যেন এখন প্রতিদিনের পোশাক হিসেবে জায়গা করে নিতে যাচ্ছে। অনেক ডিজাইনাররাও হাতে তৈরি এই তাঁতশিল্প নিয়ে বলেছেন অনেক কথা।

আব্রাহাম এন্ড ঠাকুরের ডিজাইনার ডেভিড আব্রাহাম বলেন, ‘ভারতীয় তাঁতবস্ত্র একই সাথে অনেকভাবে পরার জন্য এতই উপযুক্ত যে সারাদিন পরার জন্য খাদি জ্যাকেট ও আইক্যাট টুনিক তৈরি করা যেতে পারে। আবার সন্ধ্যার পোশাক মাহেস্বরি কাফতান তৈরি করা যেতে পারে।’
ডিজাইনার অনাভিলা মিশরা বলেন, ‘প্রতিদিনের পোশাক হিসেবে হাতে তৈরি তাঁতবস্ত্র পরার সবচেয়ে ভাল উপায় হচ্ছে এই কাপড়ের মধ্যে আরামদায়ক স্টাইল বেছে নেওয়া। বর্তমানে ভারতে অনেক ডিজাইনার আছেন যারা এই তাঁতবস্ত্র নিয়ে বিভিন্ন স্টাইলের ক্যাজুয়াল পোশাক তৈরি করছেন।’

ডিজাইনার ঋতু কুমার বলেন, ‘যে কেউ সারা দিনই তাঁতের পোশাক পরে থাকতে পারেন। খাদি টপস পরে অফিসে, অন্ধ্র কটনের কুর্তি ও ধুতি এবং অবশ্যই বিভিন্ন জায়গায় পরার জন্য আছে শাড়ি। এছাড়া নাইটওয়্যার হিসেবে পরার জন্য আছে কটন ও বিদেশি সিল্ক।’

রাহুল মিশরা বলেন, ‘আমরা যেটা করছি সেটা হচ্ছে ঐতিহ্যগত দোপাট্টা কিংবা শাড়িতে তাঁতের কাপড় ব্যবহার না করে এটাকে আধুনিক রূপে উপস্থাপন করছি। এতে আধুনিক কাট এবং ফিনিশিং এর মাধ্যমে দিন দিন এমন স্টাইল করা হচ্ছে যে এটা শহুরে পোশাকের অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছে।’

এম ইউ

Back to top button