শিক্ষা

যেভাবে জানবেন সাত কলেজ ও গার্হস্থ্য অর্থনীতির ভর্তি পরীক্ষার ফল

ঢাকা, ১৭ নভেম্বর – ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজের কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিট এবং গার্হস্থ্য অর্থনীতি কলেজগুলোর ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। বুধবার দুপুরে সংবাদ সম্মেলন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামান এই ফল প্রকাশ করেন।

সাত কলেজের কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটে ২১ হাজার ১৩২ জন পরীক্ষার্থী অংশ নিয়ে ১৪ হাজার ৩৮২ জন উত্তীর্ণ হয়েছে। পাসের হার ৬৭ দশমিক ৯০ শতাংশ। তাদের মধ্যে ১১ হাজার ৯০৫ শিক্ষার্থী মেধাক্রম অনুযায়ী রাজধানীর সরকারি সাতটি কলেজের বিভিন্ন বিভাগে ভর্তির সুযোগ পাবেন। গত ১৩ নভেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সাত কলেজে এই ভর্তি পরীক্ষা হয়।

যেভাবে জানা যাবে রেজাল্ট

কলা ও সামাজিক বিজ্ঞান-ইউনিট ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা তাদের উচ্চমাধ্যমিক পরীক্ষার রোল নম্বর, বোর্ডের নাম, পাসের সন এবং মাধ্যমিক পরীক্ষার রোল নম্বর দিয়ে https://collegeadmission.eis.du.ac.bd ওয়েবসাইট থেকে পরীক্ষার ফলাফল জানতে পারবেন। এছাড়া রবি, এয়ারটেল, বাংলালিংক অথবা টেলিটক নম্বর থেকে DU CHM<roll no> টাইপ করে ১৬৩২১ নম্বরে send করে ফিরতি এসএমএস এ ফলাফল জানা যাবে।

ভর্তির নিয়ম

উত্তীর্ণ শিক্ষার্থীদের ৫ ডিসেম্বর ভর্তি পরীক্ষার ওয়েবসাইটে কলেজ ও বিষয়ের পছন্দক্রম ফরম পূরণ করতে হবে।

বিভিন্ন কোটায় আবেদনকারীদের ২১ থেকে ২৯ নভেম্বরের মধ্যে সংশ্লিষ্ট কোটার ফরম ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অফিস থেকে সংগ্রহ করে ওই সময়ের মধ্যে ডিন অফিসেই জমা দিতে হবে।

ফলাফল নিরীক্ষার জন্য ফি দিয়ে আগামী ২১ থেকে ২৯ নভেম্বরের মধ্যে কলা অনুষদের ডিন অফিসে আবেদন করা যাবে।

ভর্তি পরীক্ষার ওয়েবসাইটে কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটে ভর্তি সংক্রান্ত গুরুত্বপূর্ণ সব তথ্য পাওয়া যাবে।

প্রথম, দ্বিতীয় ও তৃতীয় হলেন যারা

কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষায় ১২০ নম্বরের মধ্যে ১০৭ পেয়ে প্রথম হয়েছে ঢাকার দারুননাজাত সিদ্দিকীয়া কামিল মাদরাসা থেকে আলিম পাস করা মো. নাজমুল ইসলাম। ঠাকুরগাঁও সরকারি কলেজ থেকে আসা মো. আবু কাউসার ১০৬ নম্বর পেয়ে দ্বিতীয় এবং মিরপুর সরকারি বাংলা কলেজ থেকে আসা রাকিব হোসেন ১০৫ দশমিক ৯৪ নম্বর পেয়ে তৃতীয় হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক আবু মো. দেলোয়ার হোসেন, জীব বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক মিহির লাল সাহা এবং বিশ্ববিদ্যালয়ের অনলাইন ভর্তি কমিটির আহ্বায়ক অধ্যাপক মোস্তাফিজুর রহমানসহ সরকারি সাত কলেজ ও গার্হস্থ্য অর্থনীতি কলেজগুলোর অধ্যক্ষরা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

সূত্র: সমকাল
এম ইউ/১৭ নভেম্বর ২০২১

Back to top button