ক্রিকেট

শ্রীলঙ্কা কোচ আর্থারের পদত্যাগ

কলম্বো, ১৭ নভেম্বর – শ্রীলঙ্কান ক্রিকেট দলের প্রধান কোচের পদ থেকে সরে দাঁড়ালেন মিকি আর্থার। শ্রীলঙ্কা ক্রিকেটের প্রধান শাম্মি সিলভা, প্রধান নির্বাহী অ্যাশলে ডি সিলভা ও সেক্রেটারি মোহন ডি সিলভাকে ই-মেইলে পদত্যাগপত্র পাঠান দক্ষিণ আফ্রিকান কোচ। এছাড়া বোর্ডের ডিরেক্টর টম মুডিকেও মেইলের কপি পাঠান তিনি।

ডারবিশায়ার ক্রিকেট ক্লাবের সঙ্গে তিন বছরের চুক্তি করেছেন আর্থার। ক্লাবটির ডিরেক্টর অব ক্রিকেটের দায়িত্বও পালন করবেন তিনি। তবে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শেষ করে দক্ষিণ আফ্রিকান কোচ বিদায় নিচ্ছেন।

আর্থার বলেছেন, দায়িত্ব নেওয়ার সময়ের চেয়ে এখন অনেক ভালো অবস্থানে আছে শ্রীলঙ্কার ক্রিকেট। তার দাবি, কিছু প্রতিভাবান খেলোয়াড়দের প্রশিক্ষণ তিনি দিয়েছেন, যারা দীর্ঘ সময় টেকসই সাফল্য এনে দিবেন।

আর্থারের অধীনে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম রাউন্ডে তিন ম্যাচেই দাপট দেখিয়ে জিতেছিল শ্রীলঙ্কা। সুপার টুয়েলভে বাংলাদেশ ও দুইবারের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকেও হারায় তারা।

সূত্র : রাইজিংবিডি
এন এইচ, ১৭ নভেম্বর

Back to top button