সূচকের উত্থান, বেড়েছে লেনদেন
ঢাকা, ১৭ নভেম্বর – গত কার্যদিবসে বড় উত্থান হলেও সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার সামান্য উত্থান হয়েছে শেয়ারবাজারে। এদিন শেয়ারবাজারের প্রধান সূচক বেড়েছে। সেই সাথে বেড়েছে টাকার পরিমাণে লেনদেন। তবে বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর কমেছে।
বুধবার ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৪.১৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৭ হাজার ৬০.৭৭ পয়েন্টে।
ডিএসইতে আজ ১ হাজার ৫০৭ কোটি ২ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ১৫ কোটি ১৭ লাখ টাকা বেশি। আগের কার্যদিবস লেনদেন হয়েছিল এক হাজার ৪৯১ কোটি ৮৫ লাখ টাকার।
ডিএসইতে আজ ৩৬৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১৫২টির, দর কমেছে ১৭৭টির এবং ৩৭টির বা ১০.১১ শতাংশের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের আজ ৫৫ কোটি ৩৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
সূত্র: বাংলাদেশ জার্নাল
এম ইউ/১৭ নভেম্বর ২০২১