কুমিল্লা
কুমিল্লায় পাঁচ বছরের শিশু হত্যায় বাবাসহ ৫ জন গ্রেফতার
কুমিল্লা, ১৭ নভেম্বর – কুমিল্লার দেবিদ্বারে পাঁচ বছরের একটি শিশুকে হত্যার অভিযোগে তার বাবাসহ পাঁচজনকে গ্রেফতার করেছে র্যা পিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যা ব)।
মঙ্গলবার দিনগত রাতে র্যা ব-১১ এর একটি দল তাদের গ্রেফতার করে।
গ্রেফতাকৃতরা হলেন- শিশুটির বাবা আমির হোসেন (২৫), তার চাচাতো ভাই রবিউল আউয়াল (১৯), রেজাউল ইসলাম ইমন (২২), লাইলি আক্তার (৩০) ও সোহেল রানা (২৭)।
র্যা বের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এ তথ্য নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, কুমিল্লার দেবীদ্বারে নিখোঁজের সাতদিন পর গত ১৪ নভেম্বর বাজারের ব্যাগভর্তি অবস্থায় শিশু ফাহিমার ক্ষত-বিক্ষত দেহ উদ্ধার করে পুলিশ।
ঘটনার পর খোঁজাখুঁজি না করে নিজেই থানায় গিয়ে সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন ঘাতক বাবা আমির হোসেন।
সূত্র : যুগান্তর
এন এইচ, ১৭ নভেম্বর