ক্রিকেট

অ্যাশেজ সিরিজের জন্য অস্ট্রেলিয়ার দল ঘোষণা

ক্যানবেরা, ১৭ নভেম্বর – অ্যাশেজ সিরিজের প্রথম দুই টেস্টের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। স্থানীয় সময় বুধবার সকালে এই দল ঘোষণা করে তারা। এ ছাড়া ইংল্যান্ড লায়ন্সের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের জন্য অস্ট্রেলিয়া ‘এ’ দল ঘোষণা করা হয়েছে।

সবশেষ ২০১৯ সালে অস্ট্রেলিয়ার হয়ে টেস্ট খেলা উসমান খাজাকে দলে ডাকা হয়েছে। ঘরোয়া ক্রিকেট তার সাম্প্রতিক ফর্মের কারণেই তাকে দলে নেওয়া হয়েছে। অস্ট্রেলিয়ার শেফিল্ড শিল্ডে খাজা ৬৭.৩৩ গড়ে রান করেছেন ৪০৪টি। আর ঝেই রিচার্ডসন ১২.৫০ গড়ে উইকেট নিয়েছেন ১৬টি।

প্রধান নির্বাচক জর্জ বেইলি জানিয়েছেন, ডেভিড ওয়ার্নারের সঙ্গে ইনিংসের গোড়াপত্তন করবেন মার্কাস হ্যারিস। তিনি ঘরোয়া ক্রিকেটে এবার ভালো করেছেন। পাশাপাশি নিজেকে ঝালিয়ে এনেছেন ইংল্যান্ডের লেস্টারশায়ারের হয়ে খেলে।

৮ ডিসেম্বর ব্রিসবেনে শুরু হবে অ্যাশেজ সিরিজের প্রথম টেস্ট। অ্যাডিলেডে ১৬ ডিসেম্বর শুরু হবে দ্বিতীয় টেস্ট।

এদিকে অস্ট্রেলিয়ার প্রথম বিশ্বকাপ জয়ী তারকা মিচেল মার্শকে রাখা হয়েছে অস্ট্রেলিয়া ‘এ’ দলে।

১৫ সদস্যদের অস্ট্রেলিয়া দল:
টিম পেইন (অধিনায়ক), প্যাট কামিন্স (সহ-অধিনায়ক), ক্যামরন গ্রিন, মার্কাস হ্যারিস, জস হাজলেউড, ত্রাভিস হেড, উসমান খাজা, মার্নাস লেবুশেন, নাথান লায়ন, মাইকেল নেসার, ঝেই রিচার্ডসন, স্টিভেন স্মিথ, মিচেল স্টার্ক, মিচেল সোয়েপসন ও ডেভিড ওয়ার্নার।

অস্ট্রেলিয়া ‘এ’ দল:
শন অ্যাবোট, অ্যাস্টন অ্যাগার, স্কট বোলান্ড, আলেক্স চ্যারি, হেনরি হান্ট, জস ইনলিস, নিক ম্যাডিসন, মিচেশ মার্শ, ম্যাচ রেন’শ, মার্ক স্টেকেটি, ব্রিস স্ট্রিট।

সূত্র : রাইজিংবিডি
এন এইচ, ১৭ নভেম্বর

Back to top button