বলিউড

নেট দুনিয়া কাঁপাচ্ছেন জ্যাকলিনের ছবি

মুম্বাই, ২৯ অক্টোবর- সম্প্রতি নিজের ইনস্টাগ্রামে ফটোশুটের বেশ কিছু ছবি পোস্ট করেছেন বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজ। ‘নিজে ভালো থাকতে এবং আনন্দে বাঁচার জন্য আপনার যা মন চায়, সেটিই করুন।

এমনকি যদি পুরো বিশ্ব অন্য কথা বলে তবুও’- ছবির ভাষায় অভিনেত্রীর অভিব্যক্তি।

সামাজিক মাধ্যমে নিজের ভক্তদের কখনো নিরাশ করেন না জ্যাকলিন। বিভিন্ন ছবি দিয়ে ভক্তদের আপডেট জানাতে থাকেন তিনি। এরই ধারাবাহিকতায় নিজের ইনস্টাগ্রামে সাম্প্রতিক ফটোশুটের ছবি পোস্ট করেছেন জ্যাকলিন। ছবিগুলো পোস্ট করে জ্যাকলিন ক্যাপশনে লিখেছেন, ‘নিজের আনন্দকে অন্বেষণ করো, যখন সমস্ত কিছু অন্য কথা বলে, তখনও। ’

আরও পড়ুন:  বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় অভিনেত্রীকে ছুরিকাঘাত

আরও একটি ছবির ক্যাপশনে জ্যাকলিন লিখেছেন, ‘জীবন পরিবর্তনের জন্য চিন্তার পরিবর্তন ঘটাও। এদিকে, নিজের এক কর্মীকে নতুন ব্র্যান্ডেড গাড়ি উপহার দিয়েছেন জ্যাকলিন। কর্মীকে ভালোবেসে নতুন গাড়ি উপহার দিয়েছেন জেনে আবেগে আপ্লুত হয়েছেন জ্যাকলিন অনুরাগীরা।

আর/০৮:১৪/২৯ অক্টোবর

Back to top button