ক্রিকেট

মুশফিককে যে কারণে টি-টোয়েন্টি স্কোয়াডে রাখা হয়নি

ঢাকা, ১৭ নভেম্বর – অবশেষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরুর তিনদিন আগে ১৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

পাকিস্তানের বিপক্ষের এই সিরিজে নেই সাকিব ও মুশফিকের মতো অভিজ্ঞ দুই খেলোয়াড়।

চোটের কারণে নেই বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব। তবে মুশফিক খেলার জন্য পুরোপুরি ফিট ছিলেন। দুবাই থেকে দেশে ফিরে একা একা অনুশীলনও করেছেন।

তার মত অভিজ্ঞ খেলোয়াড়কে বাদ দিয়ে কেন স্কোয়াড ঘোষণা করা হয়েছে সে প্রশ্ন উঠতেই পারে।

কেননা বিশ্বকাপ দলে থাকা লিটন দাস, সৌম্য সরকারের পারফরম্যান্স বেশ বাজে ছিল। এ দুইজনের বাদ পড়াটা অনেকটা নিশ্চিতই ছিল। তবে অভিজ্ঞতার জোরে মুশফিককে পাকিস্তান সিরিজে খেলানো হবে বলে শোনা যাচ্ছিল।

কিন্তু মঙ্গলবার স্কোয়াড ঘোষণার পর দেশের ক্রিকেটপ্রেমীদের অনেকেই চমকে গেছেন নিশ্চিত।

অবশ্য দল ঘোষণার সময় উপস্থিত সাংবাদিকরাও চমকে গিয়েছিলেন। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নুর কাছে তারা জানতে চান, কেন মুশফিককে বাদ দেয়া হলো?

জবাবে নান্নু জানালেন, সামনের টেস্ট ম্যাচের জন্য মুশফিককে টি-টোয়েন্টিতে বিশ্রাম দেয়া হয়েছে।

প্রধান নির্বাচক বলেন, ‘ওকে (মুশফিক) নিয়ে আমরা টিম ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলেছি। আমাদের যেহেতু ব্যাক টু ব্যাক চারটা টেস্ট ম্যাচ রয়েছে। সে কারণে তাকে বিশ্রাম দিয়েছি। পাকিস্তানের বিপক্ষেই আমাদের টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরু হচ্ছে। এরপরই নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ রয়েছে। টেস্টে মুশফিক আমাদের মূল খেলোয়াড়। ওয়ান অব দ্য বেস্ট পারফরমার। একই সঙ্গে তামিম ইকবালের একটা ইনজুরি হয়ে গেছে। নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে তাকে পাই কি না, তা নিয়ে সন্দেহ রয়েছে। সে কারণে আমরা চাচ্ছি, আমাদের বেস্ট প্লেয়ারকে, যাতে ওই সময়টা সে তার সেরাটা দিতে পারে। এ কারণে এই টি-টোয়েন্টি সিরিজ থেকে তাকে বিশ্রাম দিচ্ছি।’

সূত্র : যুগান্তর
এন এইচ, ১৭ নভেম্বর

Back to top button