ফ্যাশন

আধুনিক মেয়েদের জন্য ৭ টি স্ট্রিট স্টাইল টিপস

সত্যি বলতে আপনি যখন সেলিব্রেটিদের স্টাইল অনুসরণ করতে যান তখন আপনি চাইবেন স্টাইলে নতুন কিছু নিয়ে আসতে। তবে স্টাইলে নতুনত্ব নিয়ে আসার ক্ষেত্রে বিভিন্ন রকম স্ট্রিট স্টাইল অনুসরণ করলে তা আরও ভালভাবে কাজ করবে। কারণ সেলিব্রেটিদের মতই স্ট্রিট স্টাইল তারকারাও স্বাধীনভাবে বিভিন্ন স্টাইল তৈরি করতে পারেন যেগুলো রেড কার্পেটের জন্যও উপযুক্ত।

স্ট্রিট স্টাইলের ভিতর আপনি পাবেন অনেক নতুনত্ব। এই প্রতিবেদনে ৭ টি স্টাইল টিপস দেওয়া হল যা আপনি স্ট্রিট স্টাইল থেকেই শিখতে পারবেন।

– স্নিকারস পরা ভাল, তবে  তা স্টাইল করে পরলে আরও সুন্দর লাগবে।
– বাটন ডাউন স্টাইলের জন্য যত বড় পোশাক মানানসই।
– সম্পূর্ণ আউটফিটে বেল্ট একটি বড় পরিবর্তন আনতে পারে।
– একটি লেপার্ড কোট অনেকভাবে পরা যেতে পারে ঠিক যেন এক জোড়া সাদা স্নিকারসের মতো।
– দিনের বেলাতেও আপনি পরতে পারেন মুদ্রা খচিত পোশাক।
– অভিনব স্টাইলের পায়জামা কেনা একটি ভাল বিনিয়োগ যা আপনার চিন্তার ঊর্ধ্বে।
– স্টাইলের সবচেয়ে বড় যাদু হল একটি সাদা টি-শার্ট।

এম ইউ

Back to top button