ক্রিকেট
পাঁচ জ্যেষ্ঠকে বাদ দিয়েই বাংলাদেশ স্কোয়াড ঘোষণা
ঢাকা, ১৬ নভেম্বর – মাহমুদউল্লাহ রিয়াদকে অধিনায়ক করে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের ১৬ সদস্যের দল ঘোষণা করা হয়েছে। প্রথমবারের মতো বাংলাদেশ দলে ডাক পেয়েছেন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী অধিনায়ক আকবর আলী। এছাড়াও দলে ফিরেছেন শান্ত ও বিপ্লব।
এদিকে নতুন ঘোষিত এ স্কোয়াড থেকে বাদ পড়ছেন লিটন দাস ও সৌম্য সরকার। আর স্কোয়াডে নেই মুশফিকুর রহিম ও চোটের কারণে নেই সাকিব আল হাসান।
একনজরে বাংলাদেশ টি-২০ দলের ১৬ খেলোয়াড়-
মাহমুদউল্লাহ রিয়াদ , সাইফ হাসান, মোহাম্মদ নাঈম, নাজমুল হোসেন, আফিফ হোসেন, নুরুল হাসান, মেহেদী হাসান, আমিনুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম, তাসকিন আহমেদ, শামীম হোসেন, নাসুম আহমেদ, ইয়াসির আলী, শহীদুল ইসলাম, আকবর আলী।
সূত্র: বাংলাদেশ জার্নাল
এম ইউ/১৬ নভেম্বর ২০২১