ঝালকাঠি

ঝালকাঠিতে তেলবাহী জাহাজে অগ্নিকাণ্ড: একদিনে চলে গেলেন তিনজন

ঝালকাঠি, ১৬ নভেম্বর – ঝালকাঠিতে তেলবাহী জাহাজে অগ্নিকাণ্ডে দগ্ধ আরও তিনজনের মৃত্যু হয়েছে। তারা হলেন- মো. রিপন (৪০), মেহেদী হাসান (২৮) ও মো. রনি (২৭)।

মঙ্গলবার (১৬ নভেম্বর) শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় সকালে একজন ও দুপুরে দুইজন মারা যান।

ইনস্টিটিউটের আবাসিক সার্জন এসএম আইয়ুব হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, এ ঘটনায় চিকিৎসাধীন আরও দুজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের মধ্যে শহীদ তালুকদারের (৩৮) শরীরের ৭০ শতাংশ ও আশিকুর রহমানের (২১) শরীরের ৬৬ শতাংশ পুড়ে গেছে। এছাড়া ইমরান (৩৮) ও রুবেল (২০) নামে দুজন প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন।

গত শুক্রবার (১২ নভেম্বর) সকাল সোয়া ৮টার দিকে ঝালকাঠির সুগন্ধা নদীতে অবস্থানকারী তেলবাহী জাহাজ ওটি সাগর নন্দিনী-৩ এ পাম্প বিস্ফোরণে অগ্নিকাণ্ড ঘটে। এ ঘটনায় অগ্নিদগ্ধ হয়ে একজন মারা যান। দগ্ধ হন সাতজন। এছাড়া দুইজনের নিখোঁজের ঘটনা ঘটে।

পরে দগ্ধদের উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল (শেবাচিম) ও শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

সূত্র: জাগো নিউজ
এম ইউ/১৬ নভেম্বর ২০২১

Back to top button