সবজি বিক্রির টাকা নিয়ে বাড়ি ফেরার পথে ছুরিকাঘাতে কৃষক নিহত
বগুড়া, ১৬ নভেম্বর – বগুড়ার শাজাহানপুর উপজেলায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আজিজুল হক (৫২) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
সোমবার দিবাগত রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। নিহত আজাহার আলী উপজেলার নন্দগ্রাম মধ্যপাড়ার মৃত আব্দুল কাদের মন্ডলের ছেলে।
জানা যায়, নিহত আজিজুল হক তার জমির শাক-সবজি বনানী সুলতানগঞ্জ হাটে বিক্রি করতেন। হাটে সবজি বিক্রির টাকা নিয়ে সোমবার রাতে আটোভ্যানে বাড়ি ফিরছিলেন। পথে ছিনতাইকারীরা অটোভ্যানটি থামিয়ে পথরোধ করে তার কাছ থেকে টাকা ছিনিয়ে নেয়। বাধা দিতে গেলে তার বুকে ও শরীরের বিভিন্ন স্থানে একাধিক ছুরিকাঘাত করে পালিয়ে যায় ছিনতাইকারীরা।
পরে গুরুতর আহত অবস্থায় আজিজুলকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন এ প্রতিবেদককে বলেন, লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। থানায় একটি হত্যা মামলার দায়ের হয়েছে।
সূত্র: বাংলাদেশ জার্নাল
এম ইউ/১৬ নভেম্বর ২০২১