ক্রিকেট

নিউজিল্যান্ড সিরিজে যেতে চান না সাকিব

ঢাকা, ১৬ নভেম্বর – আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে পারফরম্যান্সের ছিটেফোঁটাও দেখাতে পারেনি টিম-টাইগাররা। কিন্তু বিশ্বকাপে টাইগাররা কেন ব্যর্থ ছিলো? তা নিয়ে চলছে সব জায়গায় চুলচেরা বিশ্লেষণ। বাংলাদেশের বিশ্বকাপ মিশন শেষ হওয়া পর পরই টিম ডিরেক্টর পদে সুজন বসান দেশের ক্রিকেটের সবোর্চ্চ সংস্থা।

এরপর ফিল্ডিং কোচ রায়ান কুককে ছাটাই করে বিসিবি। অধিনায়কত্ব ইস্যু, মুশফিকের না খেলার গুঞ্জন, তামিম ছাড়াই পাকিস্তান সিরিজ, নানা ঘটনায় উত্তাল বিসিবি ময়দান।

এবার আগুনে ঘি ঢেলে দিলেন বাংলাদেশ ক্রিকেটের পোস্টারবয় খ্যাত সাকিব আল হাসান। তুমুল আলোচনায় থাকা দেশের ক্রিকেটে নতুন সংযোজন সাকিব। পাকিস্তানের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ শেষ হওয়া মাত্রই নিউজিল্যান্ড বিপক্ষে দুইটি টেস্ট সিরিজ খেলতে কিউদের বিপক্ষে দেশ ছাড়বে বাংলাদেশ। সেই টেস্ট সিরিজে খেলবেন না বলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) সাফ জানিয়ে দিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তবে কারণটা অজানা, এদিকে ইঞ্জুরির কারণে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজেও নেই সাকিব।

পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে বিবেচনা না করতে ক্রিকেট বোর্ডকে জানিয়ে দিয়েছেন মুশফিক, এমন গুঞ্জন ভেসে বেড়াচ্ছে চারদিকে। সাকিবও নেই এই সিরিজে, ইনজুরি আক্রান্ত তামিমও নেই।

ওদিকে নিউজিল্যান্ড সফরে সাকিবের অনুপস্থিতি, বেশ বেকায়দায় বাংলাদেশের ক্রিকেট। উত্তরণের পথ খুজতে খুজতে আরও দিশেহারা আরও অন্ধকারে ডুবছে কি টাইগার ক্রিকেট?

সূত্র : বাংলাদেশ জার্নাল
এন এইচ, ১৬ নভেম্বর

Back to top button