ফ্যাশন

জেনে নিন না পরেই সঠিক প্যান্ট কেনার কৌশল (ভিডিও সংযুক্ত)

আরামদায়ক এবং পছন্দনীয় প্যান্ট পরতে সবাই পছন্দ করে আবার সঠিক মাপের হলে তো আরও ভালো।

প্যান্ট কেনার ক্ষেত্রে যেদিকে বেশী খেয়াল রাখতে হবে, প্যান্ট সঠিক মাপের অর্থাৎ ফিট কিনা। কারণ আন-ফিট প্যান্ট তো আর পরা যায় না। ধরুন দোকানে যাওয়ার পর, পছন্দমতো প্যান্ট আপনি পেয়ে গেলেন। কিন্তু কেনার আগে এবার আপনার জানা জরুরি, প্যান্টটি আপনার পুরোপুরি ফিট হবে নাকি হবে না। আর এটা জানার জন্য দরকার ট্রায়াল রুম। কেননা ট্রায়াল রুমে প্যান্টটি পরে এ ব্যাপারে সহজে নিশ্চিত হওয়া যায়।

কিন্তু দোকানে যদি ট্রায়াল রুম না থাকে, তাহলে? পছন্দের প্যান্টটা কেনা হবে না! মন ভাঙা এমন ঘটনা ঘটতেই পারে।

এক্ষেত্রে আপনাকে যদি বলি যে, পছন্দের প্যান্টটি আপনার কোমরের মাপের নাকি মাপের নয়, সেটা আপনি প্যান্টটি না পরেই নির্ধারণ করতে পারবেন, তাহলে ব্যাপারটা কেমন হবে?

হ্যাঁ, সত্যি তাই। প্যান্ট মাপসই কিনা তা জানতে আপনাকে সবসময় তা পরে দেখার জন্য নির্ভরশীল হতে হবে না। এটা জানার খুব সহজ একটা কৌশল রয়েছে।

আর তা হচ্ছে, যদি প্যান্টের কোমরের অংশ আপনার গলার মাপমতো হয়, তাহলে প্যান্ট আপনার কোমরের মাপসই হবে। এজন্য প্যান্টের কোমরের অংশের দুই প্রান্ত আপনার গলার পেচিয়ে দেখুন, ঘাড়ে একত্রিত হচ্ছে কিনা দুই প্রান্ত। যদি হয়, তাহলে তা আপনার কোমরের মাপসই হবে। বিষয়টি ভালোমতো বুঝতে নিচের ভিডিওটি দেখুন।

যে কোনো ধরনের প্যান্টের ক্ষেত্রে এই কৌশলটি প্রযোজ্য। ট্রায়াল রুম নাই এমন দোকান থেকে মাপসই প্যান্ট কেনার ক্ষেত্রে এটা খুব দারুন একটা কৌশল কিংবা যখন আপনার হাতে সময় কম থাকে, তখনের জন্য। এই কৌশল ব্যবহারের ফলে মূলত আনুমানিক একটা ধারণা সহজেই পাওয়া যায়।

ভিডিওটি দেখুন:

এম ইউ

Back to top button