মধ্যপ্রাচ্য

বিশ্বে প্রথম অলাভজনক শহর বানাচ্ছে সৌদি আরব

রিয়াদ, ১৫ নভেম্বর – বিশ্বের প্রথম অলাভজনক শহর প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান।

রোববার এক বিবৃতিতে তিনি বলেন, শহরটি বিশ্বব্যাপী অলাভজনক খাতের উন্নয়নের জন্য একটি মডেল এবং যুব ও স্বেচ্ছাসেবী গোষ্ঠীগুলোর পাশাপাশি স্থানীয় এবং আন্তর্জাতিক অলাভজনক প্রতিষ্ঠানগুলোর জন্য ইনকিউবেটর হিসাবে কাজ করবে।

আরব নিউজ জানিয়েছে, সৌদি আরবের ওয়াদি হানিফা সংলগ্ন ইরকাহ পাড়ায় ৩.৪ কিলোমিটার বর্গকিলো এলাকায় যুবরাজের দানকৃত জমিতে শহরটি প্রতিষ্ঠা করা হবে। শহরটির ডিজাইন করা হয়েছে টেকসই এবং পথচারী বান্ধবভাবে।

টেকসই উন্নয়নের জন্য সবুজ খোলা জায়গাগুলোর জন্য মোট এলাকার ৪৪ শতাংশের বেশি বরাদ্দ করবে। শহরে ডিজিটাল টুইন মডেল বাস্তবায়ন করা হবে।

সূত্র: যুগান্তর
এম ইউ/১৫ নভেম্বর ২০২১

Back to top button