ইউরোপ

অস্ট্রিয়ায় টিকা না নেওয়া ব্যক্তিদের জন্য লকডাউন

ভিয়েনা, ১৫ নভেম্বর – করোনার পূর্ণডোজ টিকা না নেওয়াদের লকডাউনে রাখার সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রিয়া সরকার।

সোমবার (১৫ নভেম্বর) থেকে ১০ দিনের জন্য এই নির্দেশনা জারি করা হয়েছে।

আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্যমতে, দেশটিতে নতুন করে করোনা বেড়ে যাওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। টিকা না নেওয়া এ রকম ২০ লাখ মানুষকে ইতোমধ্যে লকডাউনের আওতায় আনা হয়েছে। লকডাউনের মধ্যে থাকা মানুষরা গুরুত্বপূর্ণ কোনো প্রয়োজন, যেমন কাজ বা খাবার কেনা ছাড়া বাড়ির বাইরে যেতে পারবেন না। যদিও বিধিনিষেধের তোয়াক্কা করছেন না দেশটির অনেকেই।

নতুন এই বিধিনিষেধের আওতায় ১২ বছরের কম বয়সী শিশু ও সম্প্রতি করোনা থেকে সুস্থ হওয়া ব্যক্তিরা থাকছেন না।

জানা গেছে, অস্ট্রিয়ার নাগরিকদের ৬৫ ভাগ করোনার পূর্ণাঙ্গ ডোজ ভ্যাকসিন পেয়েছেন, যা ইউরোপের দেশগুলোর মধ্যে সর্বনিম্ন।

উল্লেখ্য, দেশটিতে গত সাত দিন ধরে করোনা সংক্রমণের হার প্রতি লাখে ৮০০ এর বেশি, যা গোটা ইউরোপের মধ্যে সর্বোচ্চ। হাসপাতালগুলোতে করোনা রোগীদের উপচেপড়া ভিড়। চিকিৎসাসেবা দিতে হিমশিম অবস্থা সংশ্লিষ্টদের।

সূত্র: আরটিভি
এম ইউ/১৫ নভেম্বর ২০২১

Back to top button