ফুটবল

সৌদিতে চালু হচ্ছে নারী ফুটবল লিগ

রিয়াদ, ১৫ নভেম্বর – নারী ফুটবল লিগ শুরু করতে যাচ্ছে সৌদি আরব। এই মাসের শেষদিকে শুরু হবে সৌদি নারী লিগের প্রথম আসর। শনিবার এমনটাই জানিয়েছে সৌদি ফুটবল ফেডারেশন।

সৌদির রক্ষণশীল সমাজে দীর্ঘদিন ধরে নারীদের খেলাধুলার প্রতি ভ্রুক্ষেপ ছিল। তবে সেই জায়গা থেকে এখন বেরিয়ে আসার পথে দেশটি।

২২ নভেম্বর প্রথম মাঠে গড়াবে সৌদি নারী ফুটবল লিগ। ২০১৭ সালে নারীদের ফুটবলের প্রতি সমর্থনেরে কর্মসূচি হিসেবে এই লিগ চালুর পদক্ষেপ নেয় সৌদি আরব ফুটবল ফেডারেশন।

ফেডারেশনের তরফ থেকে জানানো হয়, আঞ্চলিক লিগের মধ্যে দুটি ধাপে এই নতুন নারী লিগের খেলা হবে। প্রথম ধাপে অংশ নেবে ১৬টি দল। খেলা হবে তিন শহর—রিয়াদ, জেদ্দা ও দাম্মামে। প্রত্যেক অঞ্চল খেলবে ৬টি করে দল। তবে দাম্মামে থাকছে ৪ দল।

সৌদি ফুটবল ফেডারেশনের চেয়ারম্যান ইয়াসের আলমিসেহাল জানান, নারী লিগের শুরু ফেডারেশনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ মুহূর্ত।

সূত্র : দেশ রূপান্তর
এন এইচ, ১৫ নভেম্বর

Back to top button