১ কোটি ২৭ লাখ টাকা আত্মসাতের ঘটনায় আটক ২, পলাতক ১
ঢাকা, ১৫ নভেম্বর – সরকারের এক কোটি ২৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগে চট্টগ্রাম জেলা প্রশাসনের ভূমি কর্মকর্তা মো. শাহাদাত হোসেন (৪৫) ও অফিস সহায়ক মো. এমদাদকে আটক করা হয়েছে।
আটক দুজনের মধ্যে শাহাদাত হোসেনকে চট্টগ্রাম নগরের ডবলমুরিং থানায় হস্তান্তর এবং এমদাদকে দুদক কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে।
রোববার দিবাগত রাতে চট্টগ্রাম জেলা প্রশাসক মো. মমিনুর রহমানের নির্দেশে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। অভিযানে নেতৃত্ব দেন আগ্রাবাদ সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আল আমিন সরকার।
সোমবার বিষয়টি নিশ্চিত করেন জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক।
তিনি বলেন, শাহাদাত হোসেন ও অফিস সহায়ক এমদাদ প্রায় ২৫ লাখ ৫৭ হাজার টাকা আত্মসাৎ করেছেন। এ অনিয়মে জড়িত থাকার তথ্য প্রমাণের ভিত্তিতে চট্টগ্রাম জেলা প্রশাসনের কর্মকর্তারা শাহাদাতকে থানা পুলিশে এবং অফিস সহায়ক এমদাদকে দুদকের কাছে সোপর্দ করেন।
জানা যায়, আটক শাহাদাত হোসেন কাট্টলী সার্কেল ভূমি অফিসের ইউনিয়ন ভূমি কর্মকর্তা হিসেবে কর্মরত আছেন। এর আগে তিনি আগ্রাবাদ সার্কেলের দক্ষিণ পাহাড়তলি ভূমি অফিসে কর্মরত ছিলেন। সে সময় সহযোগী এমদাদসহ ভূমি উন্নয়ন করের চালান জালিয়াতির মাধ্যমে ২৫ লাখ ৫৭ হাজার টাকা আত্মসাৎ করেন। উক্ত ভূমি উন্নয়ন করের টাকা সরকারের কোষাগারে চালানের মাধ্যমে জমা দেয়ার নিয়ম থাকলেও তারা জমা না দিয়ে চালান জালিয়াতির মাধ্যমে ওই টাকা আত্মসাৎ করেন।
অন্যদিকে, এ ঘটনায় পলাতক রয়েছে সুমন চৌধুরী। তিনি বর্তমানে কর্ণফুলী ভূমি অফিসের আওতাধীন শিকলবাহা ইউনিয়ন ভূমি অফিসে কর্মরত। সরকারি কোষাগারে জমা না দিয়ে চালান জালিয়াতির মাধ্যমে ১ কোটি ২ লাখ টাকা আত্মসাৎ করেন সুমন চৌধুরী। চট্টগ্রাম জেলা প্রশাসন তাৎক্ষণিক তার বিরুদ্ধে মামলা করে। অভিযুক্ত সুমন পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ।
জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান বলেন, আমরা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নিয়ে কাজ করে যাচ্ছি। যারা দুর্নীতিতে জড়িত তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে। এ ধরনের দুর্নীতিবিরোধী অভিযান অব্যাহত থাকবে।
সূত্র: বাংলাদেশ জার্নাল
এম ইউ/১৫ নভেম্বর ২০২১