ক্রিকেট

পাকিস্তান সিরিজে অনিশ্চিত মুশফিক

মুম্বাই, ১৫ নভেম্বর – বিশ্বকাপ মিশন শেষে দুবাই থেকে সরাসরি বাংলাদেশে এসেছে পাকিস্তান দল। টাইগারদের বিপক্ষে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাবর আজমের দল।

আগামী ১৯ তারিখে অনুষ্ঠিতব্য প্রথম টি-টোয়েন্টিকে সামনে রেখে অনুশীলনে ঘাম ঝরাচ্ছে দুই দলের খেলোয়াড়রা।

আর এরইমধ্যে গুঞ্জন চলছে, এ সিরিজে মাঠে দেখা যাবে না মি. ডিপেন্ডেবল খ্যাত মুশফিকুর রহিমকে।

ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালকে পাকিস্তান সিরিজে পাওয়া যাবে না তা নিশ্চিত করা হয়েছে অনেক আগেই। তবে মুশফিকের দলে না থাকার বিষয়ে কোনো বিবৃতি দেয়নি বিসিবি।

তবে এখনবধি দলীয় অনুশীলনে মুশফিকের না থাকার কারণে গুঞ্জন আরও ডালপালা মেলছে।

রোববার দলের বাকিরা একসঙ্গে অনুশীলন করলেও একা অনুশীলন করেন মুশফিক। অন্যরা মাঠে প্রবেশের আগে তিনি অনুশীলন শেষ করে চলে যান।

এদিকে বিসিবির একটি সূত্রের আভাস, বিশ্বকাপে নিজেকে মেলে ধরতে না পারায় মুশফিককে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে নাও দেখা যেতে পারে।

এক কথায় বলা চলে, বাবর আজমদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে মুশফিকের খেলা অনিশ্চিত।

শুধু তামিম-মুশফিক নয়, এই সিরিজে দেখা যাবে না অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিনকে। বিশ্বকাপে পাওয়া চোটে মাঠের বাইরে ছিটকে গেছেন তিনি। ইনজুরিতে টি-টোয়েন্টি সিরিজ খেলা হবে না সাকিব আল হাসানেরও। টেস্ট সিরিজেও দেশসেরা অলরাউন্ডারের পাওয়ার ব্যাপারে রয়েছে অনিশ্চয়তা।

সূত্র : যুগান্তর
এন এইচ, ১৫ নভেম্বর

Back to top button