ফুটবল

শেষ মুহূর্তের গোলে বিশ্বকাপে স্পেন

সুইডেনকে ১-০ গোলে হারিয়ে কাতার বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে স্পেন।

ইউরোপ অঞ্চলে বাছাইপর্বে নিজেদের শেষ ম্যাচে এস্তাদিও অলিম্পিকো দে সেভিয়ায় ড্র করলেই চলতো লা রোজাদের। কিন্তু খেলার শুরু থেকে বলের দখল নিয়ে আক্রমণে ওঠে লুইস এনরিকের শিষ্যরা।

গোলশূন্য প্রথমার্ধের পর ৮৬ মিনিটে দানি ওলমোর শট বারে লেগে ফিরে এলে গোল করে স্পেনের জয় নিশ্চিত করেন আলভারো মোরাতা। দানি অলমোর দারুণ শট প্রতিহত হয় ক্রসবারে, কিন্তু ফাঁকায় থাকা মোরাতা তা জড়িয়ে দেন জালে। তাতেই ৮ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে বিশ্বকাপ নিশ্চিত করে ফেলে স্পেন। আর সমান ম্যাচ থেকে ১৫ পয়েন্ট নিয়ে সুইডেন চলে যায় বিশ্বকাপ প্লে অফে।

সূত্র : আরটিভি
এন এইচ, ১৫ নভেম্বর

Back to top button