কৃতিত্ব অস্ট্রেলিয়ার, আমাদের এক ইঞ্চিও ছাড় দেয়নি: উইলিয়ামসন
দুবাই, ১৫ নভেম্বর – জুনে টেস্ট চ্যাম্পিয়নশিপ জেতার পর একই বছরে দুটো আইসিসি ইভেন্ট জয়ের স্বপ্ন দেখছিল নিউজিল্যান্ড। কিন্তু রোববার দুবাইয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৮ উইকেটে হেরে সেই স্বপ্ন ভেঙে গেছে কেন উইলিয়ামসনদের। কিউই অধিনায়কের মতে, ফাইনাল ম্যাচের পুরো কৃতিত্ব অস্ট্রেলিয়া দলেরই।
ম্যাচ শেষে পুরস্কার বিতরণী মঞ্চে উইলিয়ামসন বলেছেন, ‘প্রথমে আমরা ভেবেছিলাম আমরা লড়াকু স্কোর দাঁড় করতে পেরেছি। কিন্তু তারা (অস্ট্রেলিয়া) পুরো টুর্নামেন্টে দুর্দান্ত ক্রিকেট খেলেছে। এমনভাবে রান তাড়া করা তাদের পক্ষেই সম্ভব। তারা আমাদের এক ইঞ্চিও ছাড় দেয়নি।’
টুর্নামেন্টে হেরেও সতীর্থদের প্রশংসা ঝরেছে উইলিয়ামসনের কণ্ঠে। কিউই অধিনায়কের বক্তব্য, ‘ছেলেরা পুরো টুর্নামেন্টে যেভাবে খেলেছে, আসলেই অসাধারণ। ভেন্যু থেকে ভেন্যুতে কন্ডিশন বদলালেও তারা ভালোমতোই খাপ খাইয়ে নিয়েছে। হার, জিত- ম্যাচে এই দুই ফলাফলের একটা তো হবেই।’
অস্ট্রেলিয়ার বিপক্ষে বৈশ্বিক টুর্নামেন্টের ফাইনালে এবারই যে নিউজিল্যান্ড প্রথম হেরেছে এমনটা নয়। ২০০৯ সালে সেঞ্চুরিয়নে চ্যাম্পিয়নস ট্রফি ও ২০১৫ সালে মেলবোর্নে ওয়ানডে বিশ্বকাপ- দুবারই কিউইদের ‘পথের কাঁটা’ হয়ে দাঁড়িয়েছিল অস্ট্রেলিয়া।
এবারেরটাসহ প্রতিবেশিদের বিপক্ষে আইসিসি ইভেন্টের ফাইনাল হারের ‘হ্যাটট্রিক’ পূর্ণ হলো ব্ল্যাকক্যাপসদের।
সূত্র : জাগো নিউজ
এন এইচ, ১৫ নভেম্বর