জাতীয়

চাকরির পেছনে না ঘুরে স্বাবলম্বী ও আত্মনির্ভরশীল হওয়ার তাগিদ রাষ্ট্রপতির

কিশোরগঞ্জ, ১৪ নভেম্বর – রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, দেশে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আইনের শাসন প্রতিষ্ঠা অপরিহার্য। রবিবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণিপেশার ব্যক্তিবর্গের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, নতুন প্রজন্ম যাতে উন্নত জীবনযাপন করতে পারে, সে জন্য উন্নয়নকে ব্যাহত করে এমন কাজ থেকে সবাইকে দূরে থাকতে হবে। শিক্ষার্থীদের লেখাপড়া শেষে শুধু চাকরির পেছনে না ঘুরে স্বাবলম্বী ও আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তোলার ওপর জোর দেন রাষ্ট্রপতি।

মিঠামইনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ অডিটোরিয়ামে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় জনকল্যাণে আইনের শাসন প্রতিষ্ঠায় প্রশাসন, জনপ্রতিনিধি ও জনগণের সম্মিলিত উদ্যোগের ওপর জোর দেন রাষ্ট্রপতি।

মতবিনিময় সভায় যোগাযোগ ও শিক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে হাওর এলাকার উন্নয়নচিত্র তুলে ধরেন রাষ্ট্রপতি। ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম সড়ক ঘিরে যে পর্যটন সম্ভাবনা দেখা দিয়েছে, তা কাজে লাগাতে সবাইকে অতিমুনাফার মনোভাব পরিহার করে সেবার মনোভাব নিয়ে এগিয়ে আসার আহ্বান জানান  রাষ্ট্রপতি আব্দুল হামিদ। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক ও রাষ্ট্রপতির সচিব।

সূত্রঃ বাংলা ট্রিবিউন

আর আই

Back to top button