আগামী সিজনের সেলিব্রিটি ট্রেন্ড ‘স্পিরিট বুট’
গরমকাল প্রায় শেষ হয়ে এসেছে এবং একই সাথে শরতের ফ্যাশন হিসেবে চলে এসেছে বুট। তবে এবারের শরতের জন্য উপযুক্ত বুট ট্রেন্ড এবার সেলিব্রেটিরাই নির্ধারণ করে দিলেন। কারণ সিজনের শুরুতে একই সাথে অনেকজন সেলিব্রেটি অনুসরণ করলেন একই বুট ট্রেন্ড। নতুন সিজনের জন্য নতুন ট্রেন্ড তৈরি করা সেলিব্রেটিদের মধ্যে আছেন-সেলেনা গোমেজ, বেলা হাদিদ, এমা রবার্টস, কাইলি এবং কেন্ডাল জেনার আর নতুন সেই বুট ট্রেন্ডটি হচ্ছে- স্পিরিট বুট।
প্রায় অর্ধ হাঁটু লম্বা এই বুটগুলো অফ-ডিউটির জন্য বেশ উপযুক্ত এবং শরতের প্রায় সব আউটফিটের সাথে ভাল মানাবে। স্টাইলিশ এই বুটে থাকছে একটি ব্লক হিল এবং হাইলাইট করার জন্য গোল্ডেন জিপার। এছাড়া বর্তমানে মার্কেটে অনেক কালারেই পাওয়া যাচ্ছে এই আইটেমটি। এবং এর মধ্যে জনপ্রিয় হচ্ছে কালো লেদার, ক্যামেল ক্রক, ব্লু ভেলভেট এবং মেরুণ লেদার।
উল্লেখ্য, এই ট্রেন্ডটি যুক্তরাষ্ট্রে স্প্রিং, ২০১৬ তে লঞ্চ হয়। তবে একই বছর শরতে এই ট্রেন্ডটি আরও ভালভাবে হিট করেছে। বর্তমানে বিভিন্ন অনলাইন শপে এই আইটেমটি পাওয়া যাচ্ছে এবং এর দাম ৩৪০ থেকে ৬৬০ মার্কিন ডলারের মধ্যে।
এম ইউ