ঢাকা

সায়েদাবাদে সিলিন্ডার বিস্ফোরণ: দগ্ধ একজনের মৃত্যু

ঢাকা, ১৪ নভেম্বর – রাজধানীর যাত্রাবাড়ীর সায়েদাবাদের জনপথ মোড় এলাকার একটি দোকানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় বিশ্বনাথ দত্ত (৬৫) নামের এক ব্যক্তি শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

রোববার (১৪ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে বার্ন ইনস্টিটিউটের হাই-ডিপেন্ডেন্সি ইউনিটে (এইচডিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

ইনস্টিটিউটের আবাসিক সার্জন পার্থ শংকর পাল বিষয়টি নিশ্চিত করে জানান, সায়েদাবাদের জনপথ মোড় এলাকা থেকে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ অবস্থায় ছয়জন ঢামেকে এলে তাদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। তাদের মধ্যে একজন শঙ্কামুক্ত থাকলেও বাকি পাঁচজন আশঙ্কাজনক অবস্থায় ছিলেন।

তিনি বলেন, এইচডিইউতে চিকিৎসাধীন অবস্থায় আজ সাড়ে ৪টার দিকে বিশ্বনাথ দত্ত নামে একজন মারা যান। তার শরীরের ৩৪ শতাংশ দগ্ধ ছিল।

আশঙ্কাজনক অবস্থায় থাকা বাকি চারজন হলেন- কবির হোসেন (৩৮) ৮৫ শতাংশ দগ্ধ, আবুল কালাম (৪৫) ৮০ শতাংশ দগ্ধ, শফিকুল ইসলাম (৪০) ৭৮ শতাংশ দগ্ধ, মো. রিপন (৩৫) ৬০ শতাংশ দগ্ধ।

নিহত বিশ্বনাথের আত্মীয় চিত্তরঞ্জন দত্ত জানান, তিনি যাত্রাবাড়ীর সায়েদাবাদ জনপথ মোড় এলাকায় একটি দোকানে চাকরি করতেন। নিহতের বাসা পুরান ঢাকার বানিয়ানগর এলাকায়। তিনি তিন সন্তানের জনক ছিলেন।

সূত্র: জাগো নিউজ
এম ইউ/১৪ নভেম্বর ২০২১

Back to top button