ব্যবসা

সূচকের বড় পতনে শেষ হলো লেনদেন

ঢাকা, ১৪ নভেম্বর – গতকাল উত্থান হলেও আজ রোববার সপ্তাহের প্রথম কার্যদিবস বড় পতন হয়েছে পুঁজিবাজারে। এদিন পুঁজিবাজারের প্রধান সূচক কমেছে। সূচকের সঙ্গে কমেছে টাকার পরিমাণে লেনদেন এবং বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর।

আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৬৫.৮৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৬৯৩০.০৭ পয়েন্টে।

ডিএসইতে আজ এক হাজার ১১১ কোটি ৩৫ লাখ টাকার লেনদেন হয়েছে। আগের কার্যদিবস লেনদেন হয়েছিল এক হাজার ৫০৬ কোটি ২৩ লাখ টাকা।

ডিএসইতে আজ ৩৭৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৬৮টির, কমেছে ২৭৩টির। আর ৩২টির শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ ৩১ কোটি ৫৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

সূত্র: বাংলাদেশ জার্নাল
এম ইউ/১৪ নভেম্বর ২০২১

Back to top button