জাতীয়

দেয়াল ভেঙে ব্যাংকের টাকা লুটের চেষ্টা

ঢাকা, ১৪ নভেম্বর – দেয়াল ভেঙে আইএফআইসি ব্যাংকের বাড্ডা উপ-শাখার টাকা লুটের চেষ্টার সঙ্গে জড়িত সন্দেহে তিনজনকে আটক করেছে পুলিশ।

রোববার (১৪ নভেম্বর) দুপুরে বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘গতকাল সন্ধ্যায় আইএফআইসি ব্যাংকের বাড্ডা উপ-শাখার দেয়াল ভেঙে টাকা লুটের চেষ্টা করার সময় ব্যাংকের ভেতর থেকে একজনকে আটক করা হয়। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে রোববার ভোরে মহাখালী সাত তলা বস্তি এলাকা থেকে আরও দুইজনকে আটক করা হয়েছে।

ওসি বলেন, ‘আমরা আপাতত তাদের নাম-পরিচয় বলছি না। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ বিষয়ে একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।’

আবুল কালাম আজাদ বলেন, ‘আটককৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে দীর্ঘদিন ধরে তারা এ শাখার টাকা লুটের পরিকল্পনা করছিল। সেই পরিকল্পনা অনুযায়ী গতকাল দেয়াল ভেঙে ভেতরে ঢুকে। কিন্তু তারা কিছু লুট করতে পারেনি। তার আগেই পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে যায়।’

সূত্র: বাংলাদেশ জার্নাল
এম ইউ/১৪ নভেম্বর ২০২১

Back to top button