বগুড়া

বগুড়ায় কলেজ ছুটি দিয়ে নৌকার নির্বাচনী সভা

বগুড়া, ১৪ নভেম্বর – বগুড়ার ধুনট উপজেলার গোসাইবাড়ী ইউনিয়নে কলেজ ছুটি দিয়ে নৌকার চেয়ারম্যান প্রার্থী সামছুল বারীর নির্বাচনী সভা হয়েছে।

শনিবার গোসাইবাড়ী ডিগ্রি কলেজ মাঠে এ সভা করেন তিনি। এ কারণে কোনো ক্লাস না হওয়ায় কলেজে এসে ফিরে গেছে শিক্ষার্থীরা।

কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. বজলুর রশীদ বলেন, ‘আওয়ামী লীগ নেতারা ফোন দিয়েছিলেন। তাই নিরুপায় হয়ে কলেজ ছুটি দিয়েছি।’

গোসাইবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আব্দুল হান্নান বলেন, ‘ক্লাস চলার বিষয়টি আমার জানা ছিল না। সভায় এসে দেখলাম ছাত্রছাত্রীরা বাড়ি ফিরে যাচ্ছে।’

নৌকার প্রার্থী সামছুল বারী বলেন, ‘দলীয় নেতাকর্মীরা এই সভার আয়োজন করেছে।’

সূত্র : সমকাল
এন এইচ, ১৪ নভেম্বর

Back to top button