আইন-আদালত

বিচারক কামরুন্নাহারকে আদালতে না বসার নির্দেশ

ঢাকা, ১৪ নভেম্বর – ৭২ ঘন্টার মধ্যে ধর্ষণ মামলা না নিতে পর্যবেক্ষণ দেয়া সেই বিচারকের ক্ষমতা কেড়ে নিলেন প্রধান বিচারপতি।ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭ এর বিচারক মোছা. কামরুন্নাহারকে সকাল ৯টা ৩০ মিনিট থেকে আদালতে না বসার নির্দেশ দিয়েছেন।

রোববার (১৪ নভেম্বর) প্রধান বিচারপতি ও সুপ্রিম কোর্টের জেষ্ঠ্য বিচারপতিদের আলোচনা সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

তার ফৌজদারি বিচারিক ক্ষমতা সাময়িকভাবে প্রত্যাহার করে তাকে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগে সংযুক্ত করার জন্য আইন মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে।

গত ১১ নভেম্বর দেশে আলোচিত বনানীর রেইনট্রি হোটেলে ধর্ষণ মামলার রায়ে অভিযুক্ত পাঁচ আসামিকেই খালাস দিয়েছেন বিচারপতি বেগম মোছা. কামরুন্নাহার। রায়ের পর্যবেক্ষণে তিনি বলেন, ‘৭২ ঘন্টা পর ধর্ষণের আলামত পাওয়া যায় না, পুলিশ যেন ৭২ ঘন্টা পর কোনো ধর্ষণের মামলা না নেয়।’ বিচারপতির এমন বক্তব্য অসাংবিধানিক বলে প্রতিক্রিয়া জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

তিনি বলেন, রেইনট্রি হোটেলে দুই শিক্ষার্থী ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার বিচারকের বিষয়ে ব্যবস্থা নিতে প্রধান বিচারপতিকে চিঠি দেওয়া হবে।

সূত্র : আরটিভি
এন এইচ, ১৪ নভেম্বর

Back to top button