আফ্রিকা
সিয়েরা লিওনে ভয়াবহ বিস্ফোরণ, নিহত বেড়ে ১৪৪
ফ্রিটাউন, ১৪ নভেম্বর – আফ্রিকার সিয়েরা লিওনে জ্বালানি ট্যাঙ্কার বিস্ফোরণে নিহত বেড়ে ১৪৪ জনে দাঁড়িয়েছে।
শনিবার (১৩ নভেম্বর) দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
মন্ত্রণালয় জানায়, গত ৫ নভেম্বরের (শুক্রবার) ঘটনায় এখনও ৫৭ জন আহত ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন; যাদের মধ্যে ১১ জনের অবস্থা গুরুতর।
আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্যমতে, দেশটির শহরের একটি ব্যস্ত সড়কের মোড়ে গত ৫ নভেম্বর ৪০ ফুট দীর্ঘ একটি তেলের ট্যাঙ্কারের সঙ্গে অন্য একটি গাড়ির সংঘর্ষের পর এই বিস্ফোরণের ঘটনা ঘটে।
দেশটির প্রেসিডেন্ট জুলিয়াস মাদা বায়ো এ ঘটনায় হতাহতদের পরিবারকে সব ধরনের সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছেন।
সূত্র : আরটিভি
এন এইচ, ১৪ নভেম্বর