ক্যাটরিনার বিয়ের দাওয়াত পাননি দুই প্রাক্তন সালমান ও রণবীর!
মুম্বাই, ১৪ নভেম্বর – সালমান খান ও রণবীর কাপুরের সঙ্গে প্রেম করেন ক্যাটরিনা; কিন্তু তাদের প্রেম সফল পরিণতি পায়নি। অবশেষে ভিকির সঙ্গে ক্যাটরিনার প্রেমই গড়াচ্ছে বিয়ে পর্যন্ত। এরই মধ্যে শুরু হয়ে গেছে ভিকি-ক্যাটরিনার বিয়ের তোড়জোড়। রাজস্থানে পৌঁছে গেছে বিয়ের লোকজন। সেখানেই এক বিলাসবহুল হোটেলে বিয়ের অনুষ্ঠান হবে দুই তারকার। ‘ভিক্যাট’-এর এই বিশেষ দিনের সাক্ষী থাকবেন বলিউড তারকারা; কিন্তু দাওয়াত পাচ্ছেন না সালমান ও রণবীর।
সংবাদমাধ্যমের তথ্য মতে, ভিকি-ক্যাটরিনার বিয়ের অতিথির তালিকায় রয়েছেন করণ জোহর, আলি আব্বাস জাফর, কবীর খান, মিনি মাথুর, রোহিত শেঠি, সিদ্ধার্থ মালহোত্রা, কিয়ারা আদবানি এবং বরুণ ধাওয়ানের মতো তারকারা। তবে তালিকায় নেই ক্যাটরিনার দুই সাবেক প্রেমিক সালমান খান ও রণবীর কাপুরের নাম। ডিসেম্বরের ৭ থেকে ১২ তারিখ পর্যন্ত ধুমধাম করে বিয়ের অনুষ্ঠান চলবে।
এন এইচ, ১৪ নভেম্বর