হঠাৎ বার্সেলোনায় ফিরলেন আলভেস
সাও পাওলো ছাড়ার পর গত সেপ্টেম্বর থেকে ফ্রি এজেন্ট দানি আলভেস। তাকে বেশিদিন ভবঘুরে থাকতে হলো না। বার্সেলোনা ভক্তদের চমকে দিয়ে ন্যু ক্যাম্পে ফিরলেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার। শুক্রবার এক ঘোষণায় ক্লাব জানিয়েছে এই খবর।
একসময় মাঝমাঠের তারকা জাভি হার্নান্দেজের সঙ্গে খেলেছেন, সেই সাবেক সতীর্থের অধীনে আবার মাঠে নামবেন জাভি। কদিন আগে নতুন কোচের দায়িত্ব পাওয়া জাভির অধীনে এটি বার্সার প্রথম চুক্তি। যদিও আলভেসকে ফেরানোর ব্যাপারে বার্সার অনীহার কথা শোনা গিয়েছিল সপ্তাহখানেক আগেও।
ক্লাব এক বিবৃতিতে জানায়, ‘বর্তমান মৌসুমের বাকি সময়ের জন্য প্রথম দলে যোগ দিতে দানি আলভেসের সঙ্গে প্রাথমিকভাবে সমঝোতায় পৌঁছেছে এফসি বার্সেলোনা। আগামী সপ্তাহ থেকে এই ব্রাজিলিয়ান দলে যোগ দিতে যাচ্ছেন, কিন্তু জানুয়ারি পর্যন্ত খেলতে পারবেন না।’
সূত্রগুলো জানিয়েছে, জানুয়ারিতে দলকে শক্তিশালী করতে দলবদলের বাজারে খরচের জন্য জাভিকে ১ কোটিরও কম ইউরো দেওয়া হবে।
২০০৮ সালে সেভিয়া থেকে আলভেস বার্সেলোনায় যোগ দেন এবং ৮ বছরে দারুণ সময় কাটান ২৩ ট্রফি জিতে। ২০১৬ সালে ন্যু ক্যাম্প ছেড়ে জুভেন্টাসে চলে যান তিনি। তারপর প্যারিস সেন্ট জার্মেইতেও ছিলেন, ২০১৯ সালে ফরাসি ক্লাব ছেড়ে দুই বছর খেলেন সাও পাওলোর সঙ্গে।
কাতার বিশ্বকাপ সামনে রেখে তিতের ব্রাজিল দলে জায়গা পেতে চান ৩৮ বছর বয়সী আলভেস। এজন্য শীর্ষ কোনো ক্লাবে খেলতে চান বলে ব্রাজিলিয়ান ক্লাব ছাড়েন, শেষ পর্যন্ত বার্সায় ফিরলেন দলের ক্রান্তিকালীন যুগে।
সূত্র : রাইজিংবিডি
এন এইচ, ১৩ নভেম্বর