রাম চরণের সিনেমায় ৭ মিনিটে ব্যয় ৮১ কোটি টাকা
হায়দ্রাবাদ, ১৩ নভেম্বর – পরিচালক এস শংকর নির্মাণ করছেন তেলেগু ভাষার ‘আরসি১৫’ নামে সিনেমা। এর প্রধান চরিত্রে অভিনয় করছেন দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা রাম চরণ। সিনেমাটির ৭ মিনিটের জন্য মোটা অঙ্কের টাকা খরচ করছেন নির্মাতারা।
এক প্রতিবেদনে জানিয়েছে, সিনেমাটিতে বেশ কিছু ধুন্ধুমার অ্যাকশন দৃশ্য রাখার পরিকল্পনা করেছেন পরিচালক। এর মধ্যে উল্লেখযোগ্য দৃশ্য রয়েছে ট্রেনে। সিনেমাটির ৭ মিনিটের অ্যাকশন দৃশ্যের জন্য ৭০ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ৮১ কোটি ১৭ লাখ ৩৫ হাজার ৪৮৬ টাকা) ব্যয় করবেন নির্মাতারা। এসব দৃশ্যের স্টান্ট কোরিওগ্রাফার হিসেবে কাজ করছেন আনবারিবসহ বেশ কজন। শোনা যাচ্ছে, অ্যাকশন দৃশ্যে রাম চরণকে লুঙ্গি পরিহিত অবস্থায় দেখা যাবে।
এ সিনেমার গল্পে সিবিআইয়ের প্রাক্তন যুগ্ন পরিচালক ভিভি লক্ষ্মী নায়ণের চরিত্রে দেখা যাবে রাম চরণকে। এতে কেন্দ্রীয় নারী চরিত্রে অভিনয় করছেন কিয়ারা আদভানি। এছাড়াও অভিনয় করছেন শ্রীকান্ত, অঞ্জলি, নবীন চন্দ্র, সুনীল, জয়রাম প্রমুখ। বড় বাজেটের এ সিনেমা প্রযোজনা করছেন দিল রাজু।
রাম চরণের মুক্তি প্রতীক্ষিত আলোচিত সিনেমা ‘রুদ্রম রণম রুধিরাম’ বা ‘ট্রিপল আর’। এটি পরিচালনা করছেন ‘বাহুবলি’ সিনেমাখ্যাত এস এস রাজামৌলি। পাশাপাশি বাবা চিরঞ্জীবীর ‘আচার্য’ সিনেমায় একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন রাম চরণ। এটি প্রযোজনাও করছেন এই অভিনেতা।
এন এইচ, ১৩ নভেম্বর