দক্ষ বিদেশিদের নাগরিকত্ব দেবে সৌদি আরব
রিয়াদ, ১২ নভেম্বর – সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের ভিশন ২০৩০-এর অংশ হিসেবে নির্দিষ্ট কয়েকটি পেশায় বিশেষ দক্ষতাসম্পন্ন বাংলাদেশিসহ বিদেশি নাগরিকদের নাগরিকত্ব দেয়ার ঘোষণা দিয়েছে সৌদি আরব।
স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার এমন ঘোষণা দেয় দেশটি। কিন্তু কবে থেকে এই ঘোষণা কার্যকর হবে সে বিষয়ে এখনই কিছু স্পষ্ট করেনি সৌদি।
সৌদি আরবে পেশাদারদের জন্য একটি আকর্ষণীয় শীর্ষ স্তরের ব্যবসায়িক পরিবেশ তৈরি করাই দেশটির লক্ষ বলে এক প্রতিবেদনে জানিয়েছে আরব নিউজ।
জানা যায়, আইন,চিকিৎসা, বিজ্ঞান, সাংস্কৃতিক, ক্রীড়া ও প্রযুক্তির মতো কিছু পেশায় উচ্চ দক্ষতাসম্পন্ন মানুষদের নাগরিকত্ব দেওয়া হবে।
এর আগে ২০১৯ সালেই এই পরিকল্পনার কথা জানিয়েছিল সৌদি আরব।
এক টুইট বার্তায় দেশটির সরকার বলেছে, সৌদি আরবকে একটি বৈচিত্র্যময় কেন্দ্র হিসেবে গড়ে তুলতে বিশ্বজুড়ে বিজ্ঞানী, বুদ্ধিজীবী ও উদ্ভাবকদের আকৃষ্ট করার জন্য এমন ঘোষণা দেয়া হয়েছে।
সূত্র: বাংলাদেশ জার্নাল
এম ইউ/১২ নভেম্বর ২০২১