শিক্ষা

যেসব শর্তে এমপিওভুক্ত হবেন শিক্ষকরা

ঢাকা, ১২ নভেম্বর – ২০১০ থেকে ২০১৬ সাল পর্যন্ত বিভিন্ন কলেজে গভর্নিং বডির মাধ্যমে নিয়োগ পাওয়া ৭৭০ শিক্ষককে এমপিওভুক্ত করার ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি)। তবে এমপিওভুক্ত হতে কিছু শর্ত মানতে হবে শিক্ষকদের।

নিন্মে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের দেয়া শর্তগুলো তুলে ধরা হলো…..

কলেজে নিয়োগ থেকে নিরবচ্ছিন্ন ও ধারাবাহিকভাবে কর্মরত থাকার বিষয়টি অধ্যক্ষ প্রত্যয়নের মাধ্যমে নিশ্চিত করবেন। নিয়োগ প্রক্রিয়ার কাগজপত্রে স্নাতক (পাস) স্তরে তৃতীয় শিক্ষক হিসেবে নিয়োগের প্রমাণ থাকতে হবে। কলেজের অনার্স-মাস্টার্স পর্যায়ের কোনও শিক্ষককে এমপিওভুক্ত করা যাবে না। স্নাতক (পাস) পর্যায়ের তৃতীয় শিক্ষক ছাড়া অন্য কোনও শিক্ষককে এমপিওভুক্ত করা যাবে না। নিষেধাজ্ঞা থাকায় সদ্য সরকারি কোনও কলেজের তৃতীয় শিক্ষক এমপিওভুক্ত করা যাবে না।

শর্তে আরও বলা হয়েছে, প্রতিষ্ঠানের ডিগ্রি স্তর এমপিওভুক্ত থাকতে হবে এবং তৃতীয় শিক্ষকদের নীতিমালা অনুযায়ী নিয়োগকালীন কাম্যযোগ্যতা ও অভিজ্ঞতা থাকতে হবে। তৃতীয় শিক্ষক নিয়োগ করা হয়নি এমন প্রতিষ্ঠানের নতুনভাবে তৃতীয় শিক্ষক নিয়োগ করা যাবে না।

সূত্র: বাংলাদেশ জার্নাল
এম ইউ/১২ নভেম্বর ২০২১

Back to top button